চলে গেলেন রামোজি ফিল্ম সিটির (Ramoji Film City) প্রধান রামোজি রাও (Ramoji Rao)। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিতে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবশেষে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ৮৭ বছর বয়সী রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ।

তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে রামোজি রাও এর অবদান উল্লেখযোগ্য। তাঁর তৈরি ‘রামোজি ফিল্ম সিটি’ বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। বিভিন্ন ভাষায় ছবির প্রযোজনা করেছিলেন তিনি, জিতেছিলেন জাতীয় পুরস্কার। তাঁর মৃত্যুতে ইটিভি নেটওয়ার্ক পরিবারসহ তেলুগু সংবাদমাধ্যমের সকলেই শোক প্রকাশ করেছে।

