Wednesday, November 5, 2025

ঘরের ছেলে ফিরলেন ঘরে। বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা । কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ঋদ্ধিমান ও তাঁর স্ত্রী। তাঁরা বলেছিলেন এটা সৌজন্য সাক্ষাৎ। তবে সময় এগোতেই বোঝা গেল, আসল কারণ। বাংলায় ফিরলেন ঋদ্ধিমান। শুধু তাই নয়, বেঙ্গল প্রো টি২০ লিগে খেলবেন ঋদ্ধিমান।

অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। জানা যাচ্ছে, অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান।শনিবার তাঁর বেঙ্গল প্রো লিগে অংশগ্রহনের ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তারা সুদীপ চট্টোপাধ্যায় অধিনায়ক এবং ঈশান পোড়েলকে সহ অধিনায়ক হিসেবে ঘোষনা করেছে। এরপর অভিমণ্যু ঈশ্বরন চোটের জন্য ছিটকে যাওয়ায় ঋদ্ধিমান সাহা যোগ দেওয়ায় শক্তি বাড়ল মেদিনীপুর উইজার্ডসের। এই দলের মেন্টর লক্ষীরতন শুক্লা।

২০২২ মরশুমে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সিএবি কর্তার ব্যবহারে ক্ষুব্ধ হয়েই রাজ্য বদল করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক। ৪০টি টেস্ট খেলার পাশাপাশি ঋদ্ধিমান আইপিএল জিতেছেন গুজরাত টাইটাইন্সের হয়ে। তবে তাঁর এই রাজ্য বদলে কম বিতর্ক হয়নি। রঞ্জিট্রফিতে ত্রিপুরার হয়ে খেলেছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।

কিছুদিন আগে বেহালায় সৌরভের অফিসে স্ত্রীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন ঋদ্ধিমান। বৈঠক করেন তাঁরা। তাতেই বরফ গলতে শুরু করে। তখনই মনে করা হয়েছিল, নতুন মরশুমে ঋদ্ধিমানের ঘরে ফেরা সময়ের অপেক্ষা। বেঙ্গল প্রো টি-২০ লিগে তাঁর অর্ন্তভুক্তি সেটাই বুঝিয়ে দিল। কারণ বাংলার ক্রিকেটার ছাড়া কেউ বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে পারবেন না।

১১ জুন থেকে বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে। ২৮ জুন শেষ। ১৮ দিনের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে। ছেলেদের খেলা হবে ইডেন গার্ডেন্সে।

আরও পড়ুন- নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

Related articles

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষ

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...
Exit mobile version