Sunday, August 24, 2025

পছন্দের গানের সুর গুনগুন করছেন কিন্তু কথাটা কিছুতেই মনে আসছে না। আমাদের চারপাশে কমবেশি সকলেই এরকম অবস্থার মধ্যে কখনও না কখনও পড়েন বা পড়েছেন। তখন নিজের উপর বড্ড বিরক্তি লাগে। গানের কথা জানেন অথচ সুর মনে পড়ছে না ,এইরকম ক্ষেত্রে অসুবিধা হয় না। সহজেই লিরিক্স টাইপ করে গান খুঁজে বের করে নেওয়া যায়। কিন্তু উল্টোটা হলে বড়ই সমস্যায় পড়তে হয়। এবার মুশকিল আসান করল ইউটিউব (YouTube)। এসে গেল বিশেষ এক ফিচার যা আপনার গুনগুন করতে থাকা সুর শুনে খুঁজে বের করে দেবে আসল গান!

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের নানা প্রয়োজনীয় কাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে। এবার ইউটিউব মিউজিকে এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে। প্রায় চার বছর ধরে অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল। ২০২৩ সাল থেকে তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে যায়। বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলোর ক্ষেত্রে) ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনে চিহ্নিত হয়েছে। নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে ইউটিউব মিউজিক অ্যাপের উপরের দিকের ডান দিকে যেতে হবে। সেখানে সার্চ আইকনে ক্লিক করলে মাইক্রোফোন সাইনের পাশে একটা নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে। নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে উপরের দিকে লেখা থাকবে ‘প্লে, সিঙ্গ অথবা হাম আ সং’-এর মতো কয়েকটি শব্দ। ব্যাস তারপর তো আপনার গুনগুন করে ওঠার পালা।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version