তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে গালিগালাজ করা মেজাজ হারান। নিউটাউনের (NewTown) এক রেস্তোরাঁর মালিকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিধায়ক ও টলিউডে অভিনেতা সোহম চক্রবর্তীর (Shoham Chakraborty) বিরুদ্ধে। তবে, বিষয়টি নিয়ে শোরগোল হতেই ভুল স্বীকার করেন নিলেন সোহম। জানান, জনপ্রতিনিধি হিসেবে এ ভাবে মেজাজ হারিয়ে কারও গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি। তিনি ক্ষমাপ্রার্থী।
রেস্তোরাঁর তরফ থেকে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, সোহমের মারমুখী চেহারা। কিন্তু আসল ঘটনার সূত্রপাত আধ ঘণ্টা বা ৪৫ মিনিট আগের বলে জানান অভিনেতা। সোহম জানান, সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসেনি। তবে, সোহন স্বীকার করেন একজন জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো তাঁর উচিত হয়নি। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল। সোহমের বক্তব্য নিয়ে এখনও রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোনও মন্তব্য মেলেনি।