Saturday, November 1, 2025

ভরদুপুরে গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট, আসানসোলে শুটআউটে রানিগঞ্জের ডাকাত দলের যোগসাজশের সম্ভাবনা!

Date:

একই দিনে পরপর দুটি শুটআউটের (Shootout) ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে উঠল আসানসোল (Asansol)। রবিবার কয়েক রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর। দুর্ঘটনায় গাড়ির মালিক-সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে তাঁদের রানিগঞ্জ হাসপাতালে (Ranigaunge) ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রানিগঞ্জের সোনার দোকানে হামলা চালানো ডাকাত দলই এমন কাণ্ড ঘটিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে  আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে এক দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন বাইকে করে আসে এবং সঙ্গে থাকা এক আহত ব্যক্তিকে গাড়ি তোলার অনুরোধ জানান। তবে ওই দম্পতি কিছুতেই রাজি হননি। অভিযোগ, এরপর তিন দুষ্কৃতী আচমকাই তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রে খবর, এ কথা শুনেই কোমর থেকে বন্দুক বার করে নয়নের পায়ে গুলি চালিয়ে দেয় ডাকাতেরা। গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় এক জন নয়নকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁরও পায়ে গুলি করে ডাকাতেরা। ঘটনায় গাড়িমালিক-সহ দুজন জখম হন। এরপর চেঁচামেচি শুরু হতেই ওই দম্পতির চার চাকা গাড়িটি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে শুটআউটে জখমদের উদ্ধার করে রানিগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিন ওই দম্পতি পরিবার নিয়ে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিছু কিনতে চক্রবর্তী মোড়ে গাড়ি থেকে নামতেই সেখানে উপস্থিত হয় সাত ডাকাত। এরপরই ওই ব্যক্তির গাড়ি নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ইতিমধ্যে ডাকাতদের দু’টি বাইকই উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, রবিবার দুপুরে রানিগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সাতজন দুষ্কৃতী গুলি চালাতে চালাতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে দুষ্কৃতী দলের একজন জখম হয়েছেন বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানিগঞ্জের ডাকাতদলই সম্ভবত আসানসোলে শুটআউটে যুক্ত।

Related articles

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah...

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...
Exit mobile version