Wednesday, May 7, 2025

মোদির শপথগ্রহণে ‘NEET কাঁটা’! দিল্লির একাধিক প্রান্তে বিক্ষোভ, পড়ুয়াদের পাশে থাকার বার্তা রাহুলের

Date:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। তারপরেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু রবিবার সকাল থেকেই দিল্লির (Delhi) যন্তরমন্তর-সহ রাজধানী শহরের একাধিক প্রান্তে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেস (Youth Congress) ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) কর্মী-সমর্থকরা। নিট পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে মোদি সরকারের (Modi Govt) বিরদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির রাজপথে চলছে বিক্ষোভ প্রদর্শন। রবিবার সকালেই ছাত্রদের পাশে দাঁড়িয়ে লোকসভায় তাঁদের কণ্ঠ হয়ে সোচ্চার হওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে কোটি কোটি টাকা খরচ করে শপথগ্রহণ অনুষ্ঠান করছে মোদি সরকার, সেই দিল্লির রাজপথেই নমোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের।

রবিবার সকালেই মোদির নয়া ‘জুমলাবাজি’কে কটাক্ষ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। এক্স হ্যান্ডেলে তাঁর অভিযোগ, এখনও শপথগ্রহণ করেননি, তার আগেই ২৪ লাখ পড়ুয়া ও তাঁদের পরিবারকে ধ্বংস করে দিলেন নরেন্দ্র মোদি। পাশাপাশি পরীক্ষার সন্দেহজনক দিকগুলি তুলে ধরে রাহুল লেখেন, ‘একটি পরীক্ষা কেন্দ্রে ৬ জন একসঙ্গে প্রথম হয়ে গেল। অনেকে এমন নম্বর পেলেন যা বাস্তবিকভাবে কখনোই পাওয়া সম্ভব নয়। তারপরও মোদি সরকার কীভাবে লাগাতার প্রশ্ন ফাঁসেরও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে? এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। রাহুল গান্ধী আরও জানান, শিক্ষা মাফিয়াদের সঙ্গে সরকারী যোগসাজশে এই ‘পেপার লিক ইন্ডাস্ট্রি’র মোকাবিলা করতে কংগ্রেস বড়সড় পরিকল্পনা নিয়েছিল। আমাদের ইস্তেহারে আমরা আইন এনে পরীক্ষাকে প্রশ্নফাঁস মুক্ত করার সংকল্প নিয়েছিলাম। তবুও আজ আমি দেশের সকল পড়ুয়াদের আশ্বস্ত করছি, আমি সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠব এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলো আরও প্রধান্য দিয়ে তুলে ধরব। এরপরই রাহুল মনে করিয়ে দেন দেশের যুবসমাজ ইন্ডিয়ার উপর আস্থা রেখেছে, আর তাঁদের কণ্ঠস্বর চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে বিরোধী INDIA জোট তা ব্যর্থ করবে।

উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের দিন চুপিসারে বেরিয়েছে বর্তমান শিক্ষাবর্ষের NEET পরীক্ষার ফলাফল। আর তাতে বিস্তর কারচুপির অভিযোগ সামনে এসেছে। তবে যে কারচুপি এই বর্ষের পরীক্ষায় হয়েছে, তা নজর এড়ায়নি দেশের রাজনৈতিক দলগুলি তথা দেশের ডাক্তারদের সংগঠনগুলিরও। তবে এবারের নিট পরীক্ষায় যেভাবে নম্বর দেওয়া হয়েছে তা যে এককথায় অসম্ভব, এই দাবি তুলেছে সকলে। রবিবার সকাল থেকেই দিল্লি-সহ দেশের একাধিক প্রান্তে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ-কে চিঠি দিয়েছে আইএমএ-র জুনিয়র ডাক্তারদের সংগঠন।

Related articles

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...
Exit mobile version