Saturday, August 23, 2025

কাদায় পড়তেই বিরোধীদের অনুকরণ! বিধানসভা ভোটের আগে হরিয়ানায় নয়া ‘প্রকল্প’ চালু বিজেপির

Date:

লোকসভার (Loksabha Election) ফলে বাড়ছে অস্বস্তি! কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রমশই যন্ত্রণা বাড়াচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। কিন্তু গেরুয়া শিবিরের এমন খারাপ ফলাফলের জেরে ক্রমশই জনসাধারণের থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি (BJP)। লোকসভায় খারাপ ফলের কথা মাথায় রেখেই ফের ভাঁওতাবাজির রাজনীতি শুরু ডবল ইঞ্জিন হরিয়ানা সরকারের (Hariyana Govt)। বিধানসভা ভোটে নিজেদের হারানো জমি ফিরে পেতে ইতিমধ্যে রাজ্যের গরীব মানুষদের বিনামূল্যে বাস পরিষেবার (Bus Service) ঘোষণা করেছে নয়াব সিং সাইনির সরকার। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে ‘হ্যাপি কার্ড’ (Happy Card) বিলির কাজ শুরু করেছে হরিয়ানা সরকার।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির ঘোষণা, এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই সুবিধা সবার জন্য নয়, মূলত হরিয়ানার যে সমস্ত নাগরিকের বাৎসরিক আয় এক লক্ষ টাকা কিংবা তার চেয়েও কম, তাঁরাই এই সুযোগসুবিধা পাবেন। হরিয়ানা সরকার এই প্রকল্পের নাম রেখেছে অন্ত্যোদয় পরিবার পরিবহণ যোজনা। তবে আচমকা বিধানসভা ভোট আসতেই সরকারের এমন বোধদয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটে মানুষের কাছে সমর্থন না পেয়ে গরীব মানুষকে টার্গেট করেই আস্থা অর্জনের পথে হাঁটতে বাধ্য হয়েছে বিজেপি। আর সেকারণে একের পর এক ‘ভাঁওতাবাজি’ শুরু হরিয়ানা সরকারের।

আগামী চার মাসের মধ্যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। কিন্তু তার আগে লোকসভা ভোটে হরিয়ানায় ১০ আস্নের মধ্যে ৫টিতে কষ্টার্জিত জয় এসেছে গেরুয়া শিবিরের। বাকি ৫ আসন নিজেদের পকেটে পুড়েছে কংগ্রেস। আর কংগ্রেসের প্রতি জনসমর্থন বাড়তেই তড়িঘড়ি এই প্রকল্প চালুর ভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে গুরুগ্রাম এবং সংলগ্ন এলাকায় কার্ড বিলি করা শুরু করেছে হরিয়ানা সরকার। মোট ২৩ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্প হরিয়ানা সরকার এখন নিয়ে এলেও এর অনেক আগেই কর্ণাটকে কংগ্রেস ও দিল্লিতে আম আদমি পার্টির সরকার এই প্রকল্প চালু করে।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version