Tuesday, November 11, 2025

শপথের আগেই শরিকি বিবাদ! প্রফুল প্যাটেলের ক্ষোভের মুখে বিজেপি

Date:

লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন দেখায় ইতি টানতে হয়েছে বিজেপিকে। পাঁচ বছর পরে সংসদীয় অধিবেশনে আমি-র বদলে ‘আমরা’ বলা শুরু করেছেন নরেন্দ্র মোদি। সবটাই শরিক দলগুলিকে তুষ্ট করতে। কিন্তু শেষরক্ষা হল না। মন্ত্রিসভায় জায়গা না পেয়ে এবার ক্ষোভ দেখালেন এনসিপি নেতা প্রফুল প্যাটেল। এমনকি আরও একধাপ এগিয়ে পূর্ণমন্ত্রিত্বের দাবিও জানালেন দলের প্রধান অজিত পাওয়ার। একদিকে যখন বিরোধী I.N.D.I.A. জোট বিজেপির মিলিজুলি সরকারের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে শপথ গ্রহণের আগেই গুরুত্বপূর্ণ শরিক এনসিপি-র সঙ্গে মতভেদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে দিল্লির সমীকরণে।

লোকসভায় মহারাষ্ট্রে একটি মাত্র আসন জিতেছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। যেখানে শারদ পাওয়ার গোষ্ঠীর ঝুলিতে ৮টি আসন। এছাড়া রাজ্যসভায় একজন সাংসদ রয়েছেন অজিত পাওয়ার গোষ্ঠীর। এর আগে এনসিপি নেতা প্রফুল প্যাটেল এর আগে পূর্ণমন্ত্রীর পদ সামলেছিলেন। এই পরিস্থিতিতে মোদির তৃতীয় মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদ এনসিপি সাংসদদের দিতে চায় বিজেপি। কিন্তু সেই পদ প্রত্যাখ্যান করে এনসিপি। দলের রাজ্য়সভার সাংসদ প্রফুল প্যাটেল জানান, “গতকাল রাতে আমরা খবর পাই আমাদের একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রীর পদ দেওয়া হচ্ছে। এর আগে আমি পূর্ণমন্ত্রী ছিলাম। এটা তো পদের অবনতি। আমার বিজেপি নেতৃত্বকে জানিয়েছি এবং তাঁরা ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।”

রাজনীতির পদের লোভ যে এনসিপি-কে মহারাষ্ট্রে ভেঙেছিল, সেই তালে তাল মিলিয়েই বিজেপির বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশের পথে এনসিপি। দলের প্রধান অজিত পাওয়ারও প্রফুল প্যাটেলের সমর্থনেই মুখ খোলেন। তিনি বলেন, “প্রফুল প্যাটেল পূর্ণমন্ত্রী ছিলেন কেন্দ্র সরকারের। সেই পরিস্থিতিতে তাঁকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রীর পদ আমরা ঠিক বলে মনে করিনি। বিজেপিকে সময় দেওয়া হয়েছে কিছুদিন।” শপথের দিনই মোদির ‘আমরা’-র পর্দা এই ক্ষোভের জেরে সরে গিয়ে কদর্য রূপ বেরিয়ে এল।

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...
Exit mobile version