Sunday, August 24, 2025

বাঘাযতীন রেলগেটে তার ছিড়ে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল!

Date:

শিয়ালদহ শাখার (Sealdah) দুর্ভোগ কিছুতেই যেন কাটছে না। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের মাঝেই রবিবার ছুটির দিনে ব্যাহত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সূত্রের খবর বাঘাযতীন রেল গেটের (Baghajatin Rail Gate) কাছে তারের ওপর রাস্তার হোর্ডিং খুলে পড়ে যাওয়ায় বিপত্তি। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণের আপ (Sealdah South Division UP line) ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের টিম পৌঁছে সেই বিলবোর্ড সরানোর পর ওভারহেডের তার মেরামত করে। পরবর্তীতে ৯টা ১৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

শিয়ালদহ শাখায় গত কয়েক দিনের ট্রেন দুর্ভোগের জেরে বিপাকে সাধারণ মানুষ। রবিবার সকালেও ছবিটা এতটুকু বদলায়নি। রাত থেকে দূরপাল্লার ট্রেন অনিয়মিত চলছে। উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় স্বাভাবিকভাবেই সঠিক সময়ে লোকাল ট্রেন পরিষেবা চলছে না। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের অভিযোগ কোনভাবেই রেলের এনকোয়ারি কাউন্টার থেকে আপডেট খবর দেওয়া হচ্ছে না এমনকি কোন ট্রেন কখন ছাড়বে সেই সম্পর্কিত কোন ঘোষণা নেই।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর দুটোর পর থেকেই স্বাভাবিক হবে পরিষেবা। যদি কাজ আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে বন্ধ পাঁচ প্ল্যাটফর্মে ট্রেন চালানোর ব্যবস্থা হবে। কিন্তু রেলের আশ্বাসে ভরসা করতে পারছেন না ভুক্তভোগী যাত্রীরা।

 

Related articles

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...
Exit mobile version