Sunday, August 24, 2025

বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে যদি বিজেপি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার মন্ত্রীত্ব পান তবে রাজ্য সভাপতির পদ তাঁকে ছাড়তে হবে। সেক্ষেত্রে কী আবারও রাজ্য সভাপতির পদে বসতে পারেন দিলীপ ঘোষ? দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সদ্য পরাস্ত বিজেপি নেতার পক্ষেই কথা বলছে। যদিও রাজ্য বিজেপির একাংশ এখনও আশা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সুযোগ দিতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে পাল্লা কিছুটা হলেও ভারী দিলীপের দিকেই।

দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন সর্বোচ্চ ক্ষমতার স্বাদ পেয়েছিল বিজেপি। লোকসভায় ১৮ জন সাংসদ থেকে বিধানসভায় ৭৭ জন বিধায়ক পাঠাতে পেরেছিল বিজেপি। সেই সঙ্গে এক ঝাঁক বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে বিজেপিতে টেনে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজ করেছিলেন দিলীপ। সেই সঙ্গে আরএসএস-এর পূর্ণ সমর্থন রয়েছে দিলীপের সঙ্গে। সেই সঙ্গে নিজের কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করার দলীয় নির্দেশ মেনে এই লোকসভা নির্বাচনেও শীর্ষ নেতৃত্বের আস্থা রেখেছেন দিলীপ।

তবে নব্য বিজেপি গোষ্ঠীর দাবি, যেভাবে লোকসভা নির্বাচনের আগে নিজের পছন্দের প্রার্থীদের জায়গা করে দেওয়ার জন্য দিল্লির লবির সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়েছিলেন শুভেন্দু, রাজ্য় সভাপতি পদ পাওয়ার জন্যও সেইভাবেই এগোবেন। ফলে মেদিনীপুর কেন্দ্রের মতো রাজ্য সভাপতির পদ থেকে দিলীপকে সরিয়ে ফেলাও কঠিন হবে না সুকান্তর কাছে। সেই চেষ্টা তিনি দ্বিগুণ উৎসাহে করবেন, যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন। কারণ শুভেন্দু স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছেন দিলীপ দায়িত্বে এলে তাঁর মৌরুশিপাট্টা আর চলবে না।

মোদির মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। যেখানে পরাজয়ের পরেও তাঁর দিল্লির কাছে গুরুত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির দুএকজনকে ম্যানেজ করে যদি রাজ্য সভাপতির পদে উঠে আসেন শুভেন্দু, সেক্ষেত্রে বিধানসভার বিরোধী দলনেতার পদ খালি হয়ে যাবে। সেখানে তুলে আনা হতে পারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে, এমন আলোচনাও রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে আরও এক দলবদলু নেতাকে প্রথম সারিতে বসানোর চেষ্টা করতে পারে নব্য বিজেপি লবি।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version