Saturday, August 23, 2025

মন্ত্রিত্ব নিয়ে বাড়ছে বিক্ষোভ, এবার পূর্ণমন্ত্রিত্ব চাইছে শিবসেনা

Date:

সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া নরেন্দ্র মোদির সামনে একের পর এক চ্যালেঞ্জ এনডিএ শরিকদের। মন্ত্রিত্ব ঘোষণা হওয়ার পরই একের পর এক শরিক দলের বিদ্রোহী মনোভাব কার্যত প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়েই। মহারাষ্ট্রের এনসিপি-র পরে এবার শিবসেনার একনাথ শিন্ডে শিবিরও বিদ্রোহী। শরিকরা এখন ‘সময়’ দিচ্ছে বিজেপিকে। তুষ্টিকরণের রাজনীতির ফাঁদ থেকে বিজেপি কীভাবে বেরোয় সেটাই প্রশ্ন।

রবিবার বিদ্রোহী হয়েছিলেন প্রবীণ এনসিপি নেতা প্রফুল প্যাটেল। তাঁর দাবি ছিল মোদি সরকারের পূর্ণমন্ত্রী হওয়ার পর প্রতিমন্ত্রীর পদ তাঁদের জন্য অবনমন। তাঁর দাবিকে সমর্থন করেন দলের নেতা অজিত পাওয়ারও। অন্যদিকে কেরালার একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপিও মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন। এবার আবার বিক্ষোভের সুর মহারাষ্ট্রে। এবার বিদ্রোহী শিবসেনা শিন্ডে শিবির।

দলের সাংসদ শ্রীরঙ্গ বার্নে দাবি করেন লোকসভায় সাতটি আসন জয়ের পরে মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী অন্তত তাঁরা আশা করেন। তাঁর দাবি, এনডিএ শরিকদের মধ্যে ডেজিএউ ও টিডিপির পরে সবথেকে বেশি আসন জিতেছে শিবসেনা শিন্ডে শিবির। সেক্ষেত্রে তাঁদের থেকে কম আসন জেতা চিরাগ পাসোয়ানকেও পূর্ণমন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ডেজিইউ ও টিডিপিকে যেখানে দুজন করে মন্ত্রী দেওয়া হয়েছে, সেখানে শিবসেনা, বিজেপির সবথেকে পুরোনো সঙ্গীও একটি পূর্ণমন্ত্রীর পাশাপাশি একটি প্রতিমন্ত্রীর পদ প্রত্যাশা করেছিলেন।

বার্নের আরও দাবি, কুমারস্বামী, জিতিন রাম মাঝির দলকে অন্তত একটি করে পূর্ণমন্ত্রিত্ব দেওয়া হয়েছে। যেখানে কুমারস্বামীর দল দুটি ও জিতিন রামের দল একটি মাত্র আসন জিতেছে, সেখানে সাতটি আসন জিতে একটি পূর্ণমন্ত্রিত্ব না পেয়ে কার্যত হতাশ তারা। শিবসেনা শিন্ডে শিবির মহারাষ্ট্রের বিজেপি সাংসদদের সঙ্গেও তুলনা করেছে। মহারাষ্ট্র থেকে বিজেপির চারজন পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন। বার্নে নিজে তিনবারের জয়ী সাংসদ। তারপরেও বঞ্চনার শিকার। শিবসেনার অসন্তোষের বিষয়টি তাঁরা বিজেপিকে জানাচ্ছেন, এবং বিজেপি পাল্টা কী পদক্ষেপ নেয়, সেই অপেক্ষা করবে তারা।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version