Friday, August 22, 2025

“আয় তবে সহচরী”: দিল্লিতে দুই পুরনো বান্ধবী হাসিনা-সোনিয়ার উষ্ণ সাক্ষাৎ

Date:

উপলক্ষ্য দিল্লিতে ‘নড়বড়ে’ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান উপলক্ষ্যে সাক্ষাৎ হল দুই পুরনো ‘বান্ধবী’ বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina) ও কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) শপথগ্রহণ উপলক্ষ্যে ভারতে এসেছেন শেখ হাসিনা। রয়েছেন দিল্লিতে। সেখানেই সোমবার সকালে দেখা হয় দুজনের। দেখামাত্র সোনিয়াকে জড়িয়ে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁদের সেই উষ্ণ আলিঙ্গনের ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানের পরে সোমবার সকালে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী। সঙ্গে ছিলেন পুত্র-কন্যা রাহুল ও প্রিয়াঙ্কা। সোনিয়াকে দেখে আনন্দে জড়িয়ে ধরেন শেখ হাসিনা (Shekh Hasina)। এরপরে শুভেচ্ছা বিনিময় করেন প্রিয়াঙ্কা ও রাহুলের সঙ্গেও। প্রায় ঘণ্টা দেড়েক তাঁদের মধ্যে কথা হয়। খোশমেজাজে গল্প করেন ইন্দিরা ও বঙ্গবন্ধুর উত্তরসূরীরা। এই দুজনের মধ্যমেই দুই পরিবারের সুদৃঢ় বন্ধন।সোনিয়ার শাশুড়ি এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্যেই পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রায় সপরিবার খুন হওয়ার পরে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও তাঁর এক বোনের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। সেই কারণেই গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার সম্পর্ক আত্মীয়ের মতো। এখনও তা অটুট। ভারতে এলে সোনিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর। এবারও তার ব্যতিক্রম হল না। গ্নধী পরিবারের সঙ্গে দেখা করেই ঢাকা যাওয়ার বিমান ধরেন হাসিনা।





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version