Thursday, December 18, 2025

পার্টি অফিসে অবাধ যৌনতা, অমিত মালব্যর বিরুদ্ধে আরএসএস নেতার মন্তব্যকে হাতিয়ার কংগ্রেসের

Date:

Share post:

বাংলার দায়িত্ব পাওয়ার পর থেকে কারণে-অকারণে তৃণমূলকে নিশানা করতেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কখনও ফেক ভিডিও ছড়িয়ে, আবার কখনও টাকা ছড়িয়ে তৃণমূলের ভাবমূর্তি কালিমালিপ্ত করাই ছিল তাঁর কাজ। এই কুৎসার জন্যই অমিত মালব্যকে কোটি কোটি টাকা দিয়ে পুষে রেখেছে বিজেপি। সন্দেশখালির বৃহত্তর ষড়যন্ত্রেও নাম উঠে এসেছে অমিত মালব্যর।

এবার তাঁর বিরুদ্ধেই পার্টি অফিসে ও পাঁচতারা হোটেলে যৌনতার অভিযোগের তির ছুঁড়েছেন খোদ আরএসএসের নেতা শান্তনু সিনহা। যিনি সম্পর্কে এ রাজ্যের বিজেপি নেতা রাহুল সিনহার ভাই। যা নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। শুধু তৃণমূল নয়, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসও মুখ খুলতে শুরু করেছে।

গোটা ঘটনায় শান্তনু সিংহের বক্তব্যকে সামনে এনে অমিত মালব্যকে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি জানিয়েছেন, শুধু কংগ্রেস বা বিরোধীরা নয়, খোদ আরএসএস সদস্য শান্তনু সিনহা বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ, তিনি জানিয়েছেন যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের উপর যৌন নিপীড়ন করেন। সেটা শুধু কোনও ফাইভ স্টার হোটেলে নয়, খোদ বাংলায় বিজেপির পার্টি অফিসের মধ্যে। কংগ্রেস নেত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদির শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্য়েই বিজেপির নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। অমিত মালব্যকে অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনও স্বাধীন তদন্ত হচ্ছে না। তাঁকে পদ থেকে না সরালে কখনওই ন্যায় বিচার মিলবে না। নানা অবৈধ কাজের সঙ্গে যুক্ত অমিত মালব্য। এই ধারাবাহিকতা চলছে। আর সকলকে রক্ষা করার কথা বলছেন নরেন্দ্র মোদি। অমিত মালব্যকে সরাতে হবে তাঁর পদ থেকে। তিনি নেহেরুকেও ছাড়েননি। তিনি সকলকে অপমান করেন। তিনি সমস্ত বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সমস্ত শালীনতা ও নৈতিকতাকে বিসর্জন দেন বার বার।

 

অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চেয়েছে তৃণমূলও। তৃণমূল নেতাদের বক্তব্য, অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ গুরুতর৷ একজন প্রবীণ বিজেপি নেতার আত্মীয়ের এই অভিযোগগুলি একই কথা দেখায় যা তথাগত রায়ের অভিযোগ ছিল। যেভাবে তিনি আগেও বিজেপির বিরুদ্ধে দলে নারী ও অর্থের অপব্যবহারের অভিযোগ করেছিলেন। তৃণমূল কংগ্রেস শান্তনু সিনহার সোশ্যাল মিডিয়া পোস্টের তদন্ত দাবি করছি।

আরও পড়ুন- “আয় তবে সহচরী”: দিল্লিতে দুই পুরনো বান্ধবী হাসিনা-সোনিয়ার উষ্ণ সাক্ষাৎ

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...