Thursday, August 21, 2025

পার্টি অফিসে অবাধ যৌনতা, অমিত মালব্যর বিরুদ্ধে আরএসএস নেতার মন্তব্যকে হাতিয়ার কংগ্রেসের

Date:

বাংলার দায়িত্ব পাওয়ার পর থেকে কারণে-অকারণে তৃণমূলকে নিশানা করতেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কখনও ফেক ভিডিও ছড়িয়ে, আবার কখনও টাকা ছড়িয়ে তৃণমূলের ভাবমূর্তি কালিমালিপ্ত করাই ছিল তাঁর কাজ। এই কুৎসার জন্যই অমিত মালব্যকে কোটি কোটি টাকা দিয়ে পুষে রেখেছে বিজেপি। সন্দেশখালির বৃহত্তর ষড়যন্ত্রেও নাম উঠে এসেছে অমিত মালব্যর।

এবার তাঁর বিরুদ্ধেই পার্টি অফিসে ও পাঁচতারা হোটেলে যৌনতার অভিযোগের তির ছুঁড়েছেন খোদ আরএসএসের নেতা শান্তনু সিনহা। যিনি সম্পর্কে এ রাজ্যের বিজেপি নেতা রাহুল সিনহার ভাই। যা নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। শুধু তৃণমূল নয়, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসও মুখ খুলতে শুরু করেছে।

গোটা ঘটনায় শান্তনু সিংহের বক্তব্যকে সামনে এনে অমিত মালব্যকে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি জানিয়েছেন, শুধু কংগ্রেস বা বিরোধীরা নয়, খোদ আরএসএস সদস্য শান্তনু সিনহা বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ, তিনি জানিয়েছেন যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের উপর যৌন নিপীড়ন করেন। সেটা শুধু কোনও ফাইভ স্টার হোটেলে নয়, খোদ বাংলায় বিজেপির পার্টি অফিসের মধ্যে। কংগ্রেস নেত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদির শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্য়েই বিজেপির নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। অমিত মালব্যকে অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনও স্বাধীন তদন্ত হচ্ছে না। তাঁকে পদ থেকে না সরালে কখনওই ন্যায় বিচার মিলবে না। নানা অবৈধ কাজের সঙ্গে যুক্ত অমিত মালব্য। এই ধারাবাহিকতা চলছে। আর সকলকে রক্ষা করার কথা বলছেন নরেন্দ্র মোদি। অমিত মালব্যকে সরাতে হবে তাঁর পদ থেকে। তিনি নেহেরুকেও ছাড়েননি। তিনি সকলকে অপমান করেন। তিনি সমস্ত বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সমস্ত শালীনতা ও নৈতিকতাকে বিসর্জন দেন বার বার।

 

অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চেয়েছে তৃণমূলও। তৃণমূল নেতাদের বক্তব্য, অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ গুরুতর৷ একজন প্রবীণ বিজেপি নেতার আত্মীয়ের এই অভিযোগগুলি একই কথা দেখায় যা তথাগত রায়ের অভিযোগ ছিল। যেভাবে তিনি আগেও বিজেপির বিরুদ্ধে দলে নারী ও অর্থের অপব্যবহারের অভিযোগ করেছিলেন। তৃণমূল কংগ্রেস শান্তনু সিনহার সোশ্যাল মিডিয়া পোস্টের তদন্ত দাবি করছি।

আরও পড়ুন- “আয় তবে সহচরী”: দিল্লিতে দুই পুরনো বান্ধবী হাসিনা-সোনিয়ার উষ্ণ সাক্ষাৎ

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version