Thursday, August 21, 2025

‘স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটাই গুরুত্বপূর্ণ সময়’: আচমকাই সংসদ ভেঙে বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের 

Date:

সদ্য শেষ হয়েছে ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচন (European Union Election)। সেখানে লজ্জাজনক ফল হওয়াতেই আচমকা ফরাসি সংসদ (France Parliament) ভেঙে দিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি (France President) ইমানুয়েল ম্যাক্রঁ (Emanuel Macron)। রবিবার আচমকাই তিনি দেশের উদ্দেশে বার্তা দিয়ে জানান, সংসদ ভেঙে দেওয়া হচ্ছে। অবিলম্বে সংসদীয় নির্বাচন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন এই নির্বাচন হতে চলেছে বলেই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রঁ জানিয়েছেন, আগামী ৩০ জুন প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ৭ জুলাই। ইউরোপীয়ান ইউনিয়নের এই নির্বাচনে ডানপন্থীদের কাছে একেবারে কোনঠাসা হয়েই নিরুপায় হয়ে আগাম সংসদীয় নির্বাচনের ডাক দিয়েছেন ম্যাক্রঁ। বুথ ফেরত সমীক্ষার দেওয়া তথ্য অনুসারে ম্যাক্রঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে ছিল। ডানপন্থী দলগুলি ৪০ শতাংশ ভোট পেয়েছে। যদিও এই কথা স্বীকার করে ম্যাক্রঁ বলেন, ‘যারা ইউরোপের উন্নয়ন করতে চায়, সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভাল ফলাফল নয়। ডানপন্থী দলগুলি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমি ইস্তফাও দিতে পারছি না। আমি আপনাদেরই বেছে নেওয়ার অধিকার দিতে চাই। তাই সংসদ ভেঙে দিচ্ছি। ম্যাক্রঁ মনে করিয়ে দেন, স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ শুনেছি এবং আমি সেগুলো বিনা জবাবে এড়িয়ে যেতে পারি না। শান্তি এবং সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে আচমকা এই ধরণের সংসদীয় নির্বাচনকে ‘স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন’ বলা হয়।

তবে এদিন এখানেই থেমে না থেকে ম্যাক্রঁ বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ সিদ্ধান্ত। আমার আপনাদের উপরে বিশ্বাস রয়েছে। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন।’ উল্লেখ্য ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোট গ্রহণ হয় রবিবার। ৬ থেকে ৯ জুনের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনও কোনও দেশে আবার দুদিনও ভোট হয়। নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষার ফল আসতে দেখা যায়, ডানপন্থী দলগুলি নির্বাচনে ভালো ফল করেছে। এমনকি মধ্যপন্থী, উদার এনং গ্রীন পার্টিগুলোও ৭২০ আসনের পার্লামেন্টে ভাল ফল করতে চলেছে। তবে ফল প্রকাশের পর দেখা যায় ম্যাক্রঁ-র দলই বড়সড় ধাক্কা খেয়েছে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বলা হয়, ম্যাক্রঁ-র রেনেসা পার্টি পেতে চলেছে ১৫ শতাংশ।


Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version