Friday, August 22, 2025

লোকসভা নির্বাচনে কেরালায় (Kerala) খাতা খুলেছে বিজেপি। বাম-কংগ্রেসের দূর্গ বলে পরিচিত কেরালায় একটি আসন জয় নিয়ে ফলাফলের পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। কেরালার জন্য উচ্ছ্বাসে রাজ্যের প্রথম বিজেপি সাংসদকে মন্ত্রিত্ব দিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সাংসদ সুরেশ গোপি (Suresh Gopi)। তাঁর দাবি তাঁর অভিনয়ের প্রতি তিনি যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ তাকেই তিনি বেশি গুরুত্ব দেওয়ার পথ বেছে নেবেন।

রবিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল কেরালার বিজেপির সাংসদ তথা অভিনেতা সুরেশ গোপির। এই সুরেশকেই কেরালায় ‘মোদি গ্যারান্টি’র মুখ হিসাবে লোকসভা নির্বাচনের প্রচার চালায় বিজেপি। ত্রিসুর (Trissur) কেন্দ্র থেকে সিপিআইএম (CPIM) প্রার্থী ভি এস সুনীলকুমারকে প্রায় ৭৪ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন প্রখ্যাত অভিনেতা। জয়ের পরই তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার ঘোষণা ও শপথ গ্রহণও হয়। কিন্তু তার পরেই বেঁকে বসেন সুরেশ গোপি।

রবিবারই তিনি দাবি করেন অভিনয়ের প্রতি তিনি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিত্ব না কি তিনি কখনও চাননি। শুধু সাংসদ হিসাবে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। বিজেপির সংগঠন বাড়ানোর কাজ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর এই প্রতিক্রিয়ার পরে বিরোধিদের দাবি, তাঁর এই ধরনের মন্তব্য জনাদেশের প্রতি চরম অপমান। কেরালা কংগ্রেসের (Congress) দাবি অভিনয়ের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব ত্রিসুরের মানুষের সঙ্গে চরম উপহাস (mockery)।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version