Saturday, August 23, 2025

লোকসভা নির্বাচনে কেরালায় (Kerala) খাতা খুলেছে বিজেপি। বাম-কংগ্রেসের দূর্গ বলে পরিচিত কেরালায় একটি আসন জয় নিয়ে ফলাফলের পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। কেরালার জন্য উচ্ছ্বাসে রাজ্যের প্রথম বিজেপি সাংসদকে মন্ত্রিত্ব দিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সাংসদ সুরেশ গোপি (Suresh Gopi)। তাঁর দাবি তাঁর অভিনয়ের প্রতি তিনি যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ তাকেই তিনি বেশি গুরুত্ব দেওয়ার পথ বেছে নেবেন।

রবিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল কেরালার বিজেপির সাংসদ তথা অভিনেতা সুরেশ গোপির। এই সুরেশকেই কেরালায় ‘মোদি গ্যারান্টি’র মুখ হিসাবে লোকসভা নির্বাচনের প্রচার চালায় বিজেপি। ত্রিসুর (Trissur) কেন্দ্র থেকে সিপিআইএম (CPIM) প্রার্থী ভি এস সুনীলকুমারকে প্রায় ৭৪ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন প্রখ্যাত অভিনেতা। জয়ের পরই তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার ঘোষণা ও শপথ গ্রহণও হয়। কিন্তু তার পরেই বেঁকে বসেন সুরেশ গোপি।

রবিবারই তিনি দাবি করেন অভিনয়ের প্রতি তিনি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিত্ব না কি তিনি কখনও চাননি। শুধু সাংসদ হিসাবে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। বিজেপির সংগঠন বাড়ানোর কাজ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর এই প্রতিক্রিয়ার পরে বিরোধিদের দাবি, তাঁর এই ধরনের মন্তব্য জনাদেশের প্রতি চরম অপমান। কেরালা কংগ্রেসের (Congress) দাবি অভিনয়ের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব ত্রিসুরের মানুষের সঙ্গে চরম উপহাস (mockery)।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version