Thursday, August 21, 2025

লড়াইয়ে পাশে আছি: হরিয়ানার আন্দোলনরত কৃষকদের ফোনে আশ্বাস তৃণমূল সুপ্রিমোর

Date:

লড়াই-আন্দোলনের মাধ্যমেই তিনি উঠে এসেছেন। আজ শুরু বাংলার নয়, সারাভারতেই লড়াইয়ের মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, হরিয়ানার খানাউরি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের ফোন করে কথা বলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। কৃষকদরে দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দেন মমতা। এদিন, তাঁর নির্দেশেই তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল যায় হরিয়ানার আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে। সেখানে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের মোবাইল ফোনে কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা। তৃণমূল সুপ্রিমোকে অকুণ্ঠ ধন্যবাদ জানান আন্দোলনকারীরা।মোদি সরকারের কৃষক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন হরিয়ানার কৃষকরা। এই লড়াইে তৃণমূল পাশে আছে- কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিতেই এদিন সেখেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, নাদিমুল হককে পাঠান তৃণমূল সভানেত্রী। আনন্দোলনকারীরা জানান, মোদি সরকার কীভাবে তাঁদের উৎপীড়ন করছে। মমতাকেও (Mamata Banerjee) তাঁরা ফোনে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর আক্রমণ চালায়। আন্দোলনরত কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক তরুণ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেই জায়গা তৃণমূল নেতৃত্বকে ঘুরে দেখান কৃষকরা।এই সময়ই ফোন করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, কৃষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তৃণমূলের। কেন্দ্রে INDIA-র সরকার না এলেও, কেন্দ্রে এখন নড়বড়ে সরকার। কোনও সমস্যা হলে তাঁদের যেন বিক্ষোভকারীরা জানান সেই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে প্রয়োজনে তৃণমূল আবার তাঁদের কাছে যাবে বলেও আশ্বাস দেন তিনি। বলেন, “এই সরকার নড়বড়ে-গড়বড়ে। যেকোনও প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা পাশে আছি। সাংসদরা গিয়েছেন। প্রয়োজনে আমরাও যাব আপনাদের কাছে।“ এভাবে সংসদীয় প্রতিনিধি দল পাঠানো এবং স্বয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়ায় আপ্লুত হরিয়ানার কৃষকরা। তাঁরা তৃণমূল সুপ্রিমোকে অকুণ্ঠ ধন্যবাদ জানান।





Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version