Wednesday, August 20, 2025

অনেক সময়েই অভিযোগ ওঠে যে বিধায়ক নির্বাচিত হয়ে যাওয়ার পর আর এলাকায় খুঁজে পাওয়া যায়না। এবার সেই ধারণা বদলাতে উঠেপড়ে লেগেছেন বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।এবার থেকে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। শুধু তাই নয় যে কোনও রকম অসুবিধার কথা অভিযোগের কথা জানাতে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে একটি অ্যাপ। শুধু তাই নয় বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুল এবং কলেজে মহিলাদের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন চালু করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে যে কোন রকম আইনি সহায়তাযর জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিচ্ছেন বরানগরের বিধায়ক। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন সায়ন্তিকা।

বরানগর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের ঘরের মেয়ে হয়ে উঠতে তৎপর তিনি। তার কেন্দ্রের নিত্যদিনের সমস্যা দূর করতে তৎপর তিনি। প্রতিশ্রুতি মতো বরানগর জুড়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে এবার তৎপর তিনি। জল জমার সমস্যা, দূর করতে এবার ড্রেনেজ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টিপাত করছেন তিনি। এদিন তিনি বলেন, যেখানে সংগঠন দুর্বল আছে সেই জায়গাগুলো আমি ঠিক করব। শপথ গ্রহণের দিনে বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা জুড়ে কাউন্সিলরদের মাধ্যমে প্রায় শতাধিক গাছ বিতরণ করে প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হবেন বলেও এদিন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি পানীয় জলের সমস্যা দূর করতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version