Tuesday, November 11, 2025

অরুণাচলে চিনের দখল ‘মেনে নিল’ ভারত! তিব্বত দিয়ে ‘প্রতিশোধের’ চেষ্টা

Date:

শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলেছিল ভারতের অরুণাচলের (Arnachal Pradesh) বিস্তীর্ণ এলাকায় চিনের (China) দখলদারি। এই এলাকা নিজেদের দাবি করে ৩০টি জায়গার নাম মানচিত্রে বদলে ফেলেছিল চিন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে চিনের নামবদলের দাবি উড়িয়ে দেওয়া হলেও আদতে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আর তেমন উচ্চবাচ্যই করা হয়নি। নির্বাচনের পরে সরকার গঠনের পর এবার চিনের অধিগ্রহণ নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক (External Affairs Ministry)। তবে অরুণাচল পুণরুদ্ধার না করে তিব্বত দিয়ে চিনকে উত্তর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। সমস্যা জর্জরিত তিব্বতের (Tibet) আকাশে নতুন মেঘের ছায়ার আশঙ্কা।

দুই প্রতিবেশীর মধ্যে সমস্যাবহুল অরুণাচলে বারবার থাবা বসিয়েছে চিন। ঠিক সেরকমই ২০২৪-এর শুরুতে চিনের বিদেশমন্ত্রকের নতুন মুখপাত্র নিয়োগের পরই ১১টি বসতি এলাকা, ১২টি পার্বত্য অঞ্চল, ৪টি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ ও একখণ্ড জমিকে চিনের অধিকৃত বলে ঘোষণা করা হয়। বদলে দেওয়া হয় ৩০টি এলাকার নাম। যদিও চিনের নাম বদলের কথা প্রথমে অস্বীকার করলেও পরে চিনের নামকরণ না মানার দাবি জানায় ভারতের বিদেশমন্ত্রক।

কিন্তু এলাকাগুলি আদৌ ভারতের দখলে রয়েছে কিনা তা নিয়ে কোনও তথ্য পেশ হয়নি মন্ত্রকের তরফে। নতুন সরকারের বিদেশমন্ত্রী হিসাবে আরও একবার সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর (S Jaishankar) শপথ নেওয়ার পর ফের সেই চিনে দখলদারির ইস্যুই প্রথমে এসেছে। সেক্ষেত্রে এবার তিব্বতের যে এলাকা চিন দখল করেছে সেখানে হাত বাড়াতে চলেছে ভারত। মন্ত্রক সূত্রে খবর এলএসি (Line of Actual Control) বরাবর তিব্বতের চিন অধিকৃত ৩০টি এলাকার নতুন নামকরণ করবে ভারত। এলাকাগুলি মূলত দক্ষিণ তিব্বতের। মানচিত্রে সেই নাম তোলা হবে।

কখনও নামকরণ নিয়ে বাগবিতণ্ডা। কখনও এলএসি-তে দুই দেশের সেনাদের হাতাহাতি। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে এভাবেই বরাবর হালকাভাবে নিয়েছে মোদি সরকার। বাস্তবে দুই দেশের সীমান্তের একাধিক এলাকা ক্রমশ চিনের দখলে চলে গিয়েছে, যার হিসাবও পেশ করতে অক্ষম কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। অন্যদিকে রাজনীতিকদের মতে, তিব্বত এমনিতেই চিনের সঙ্গে সমস্যায় জর্জরিত একটি দেশ। সেখানে নতুন করে ভারতের ‘অনুপ্রবেশ’ হলে শান্তিপূর্ণ সমাধান আরও কঠিন হয়ে পড়বে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version