Thursday, August 21, 2025

“বাংলায় বিজেপির মুখ দিলীপ ঘোষ”, তৃণমূলের মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য!

Date:

“উড়ে এসে জুড়ে বসেছে। বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে”। এমন মন্তব্য করে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হয়ে মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্র। কামরহাটির তৃণমূল বিধায়কের আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বিজেপির মুখ পশ্চিমবঙ্গে, যদি কেউ চিনত, তাহলে সেটা দিলীপ ঘোষ। জলে, জঙ্গল সব জায়গাতেই দিলীপ ঘোষকে দেখা যেত”! সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপির বিপর্যয় নিয়ে যখন গেরুয়া শিবিরের অন্দরে একে অপরের দিকে দোষারোপের পালা চলছে, ঠিক সেই সময় মদন মিত্রের এমন মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

দিলীপ ঘোষ তখন দলের রাজ্য সভাপতি। উনিশের লোকসভা ভোটে বাংলায় ১৮ আসন পেয়েছিল বিজেপি। মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি নিজেও। কিন্তু সেই মেদিনীপুরের এবার প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন দিলীপ, কিন্তু দুই আসনেই হারতে হয় বিজেপিকে।

অন্যদিকে, এবার রাজ্যের ৪২ আসনের মধ্যে ২৯টি জিতেছে তৃণমূল। বিজেপির ঝুলিতে ১২। জেতা আসন থেকে কেন সরানো হল দিলীপকে? ভোটের ফল প্রকাশের পর এখন জোর আলোচনা চলছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ”এক তাকে জেতা সিট থেকে সরিয়ে দিল। দুই তাঁর সর্বস্ব ক্ষমতা কেড়ে নিল, যদিও এটা ওদের ব্য়াপার। বারবার বলছি, আমার বলার দরকার নেই। মদন মিত্র রাজনীতিবিদ, তার বাইরেও আমার একটা সত্ত্বা আছে। আমি এ রাজ্যের নাগরিক, দেশের নাগরিক। সেই হিসেবে মনে হচ্ছে, আজ দিলীপ ঘোষ বলবে না তো কে বলবে! বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে”।

আরও পড়ুন- শেয়ারবাজারের স্ক্যাম নিয়ে সেবির তদন্ত চায় তৃণমূল, দ্বিতীয় অভিযোগ দায়ের সাকেতের!

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version