Sunday, August 24, 2025

শেয়ারবাজারের স্ক্যাম নিয়ে সেবির তদন্ত চায় তৃণমূল, দ্বিতীয় অভিযোগ দায়ের সাকেতের!

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফলাফল ঘোষণার দিন শেয়ার বাজারের রেকর্ড পতনের মধ্যে বিজেপির দুর্নীতির অভিযোগের সরব বিরোধীরা। ভুয়ো এক্সিট পোল তৈরি করে দেশের মানুষকে টাকা বিনিয়োগের বার্তা দিয়েছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যার জেরে একদিনে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে দেশবাসীর। এই ঘটনায় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) তদন্তের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক আগেই থমকে যেতে হয়েছে। অথচ শেষ দফার নির্বাচনের পরেই এক্সিট পোলে দেখানো হয়েছিল রেকর্ড ভোট পেতে চলেছে বিজেপি এবং এনডিএ। দেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করার উপদেশ দিয়েছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ (Narendra Modi Amit Shah)। ৪ জুন গণনা শুরু হতেই স্টক মার্কেটে ধস নামতে থাকে। পরের দিন অর্থাৎ গত ৫ জুন সেবিকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি ছিল, ভুয়ো বুথফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার বাজারের সূচককে তোলা হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত প্রয়োজন। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদী-শাহ। তাঁদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ারবাজারে কোনও কারচুপি হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, ৩ জুন এবং ৪ জুন শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কারণে মোদি, শাহ বা বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনও সংস্থা মুনাফা লাভ করেছে কি না, তারও তদন্ত প্রয়োজন৷

কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে, যে নির্বাচনে ভরাডুবির খবর আগে থেকেই জানতে পেরেছিল ভারতীয় জনতা পার্টি তাই নিজেদের আখের গোছাতে পরিকল্পিতভাবেই শেয়ার বাজারে এমন কাণ্ড ঘটানো হয়েছে। চন্দ্রবাবু নাইডুর স্ত্রী এবং ছেলে যেভাবে প্রায় ৬০০ কোটি টাকার কাছাকাছি মুনাফা লাভ করেছেন তাতে আঁতাত আরও স্পষ্ট হচ্ছে। শুধুমাত্র যৌথ সংসদীয় কমিটি নয়, তৃণমূল কংগ্রেসের স্পষ্ট করে বলা হয়েছে যে এই গোটা ঘটনার তদন্তভার সেবিকে গ্রহণ করতে হবে। তৃণমূলের অভিযোগ ছিল, বুথফেরত সমীক্ষায় জড়িত একটি সংস্থাকে বিজেপি নিজস্ব সমীক্ষা চালানোর জন্য ভাড়া করেছিল। সেই সংস্থা আবার সংবাদমাধ্যমের জন্যও সমীক্ষা করেছে। ওই সংস্থা ইচ্ছাকৃত ভাবে বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছিল কি না এবং কোন কোন সংস্থা বাজারের ওঠানামা থেকে মুনাফা কুড়িয়েছে, তা নিয়ে তদন্তের দাবি তুলেছিল ঘাসফুল শিবির। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার এই ঘটনায় সেবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version