NEET কাউন্সিলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ নয়, NTA-এর জবাবদিহি তলব সুপ্রিম কোর্টের

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় NEET আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) থেকে জবাবদিহি তলব শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চের। তবে এখনই কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ করলো না সুপ্রিম কোর্ট (Supreme Court)।

নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই প্রবেশিকা পরীক্ষা বাতিল করতে চেয়ে একাধিক মামলা হয়েছে। এমনই একটি মামলার শুনানিতে মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (National Testing Agency) নোটিশ দিয়ে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত (SC)। মামলাকারীর আইনজীবী, আদালতে কাউন্সিলিং বন্ধ করার আর্জি জানালেওদুই বিচারপতির বেঞ্চ মৌখিক ভাবে জানায়, কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চাওয়া হচ্ছে।

চলতি বছরের à§« মে হয়েছিল নিট। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এবার ৬৭ জন প্রথম হওয়ায় প্রশ্ন উঠেছে। বিশেষত হরিয়ানার একটি পরীক্ষাকেন্দ্র থেকে ছ’জন প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। গ্রেস মার্কস নিয়ে এনটিএ – এর তরফে দাবি করা হয়, দেশজুড়ে ২৪ লক্ষ নিট প্রার্থীর মধ্যে মাত্র à§§ হাজার ৬০০ জনকে সেই গ্রেস মার্কস দেওয়া হয়। সুপ্রিম কোর্টে আগামী à§® জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। এই সময়ের মধ্যেই NTAকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নোটিশের জবাব দিতে হবে।একই ধরনের মামলা কলকাতা হাইকোর্টেও দায়ের করা হয়েছে। আজই সেই মামলার শুনানি হওয়ার কথা।