Sunday, May 4, 2025

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে। মাত্র ১০৭ রানের টার্গেট ছিল পাকিস্তানের সামনে। ১৪ ওভারের মধ্যে এই রান তাড়া করতে পারলে নেট রান রেটে আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। যদিও পাকিস্তান সেটা করতে ব্যর্থ। ১৭.৩ ওভারে রান তাড়া করতে গিয়ে পাকিস্তান তিনটি উইকেটও হারিয়েছে। ফলে আমেরিকার সঙ্গে নেট রান রেটের দূরত্ব অনেকটাই রয়ে গিয়েছে। কানাডার বিরুদ্ধে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৫৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।

এরই পাশাপাশি, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাফ সেঞ্চুরিতে রেকর্ডও গড়লেন পাক ওপেনার রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন তিনি। যা এতদিন ছিল ভারতের ক্যাপ্টেন তথা ওপেনার রোহিত শর্মার দখলে। যদিও আজ, বুধবার ভারতের ম্যাচ রয়েছে। আমেরিকার বিরুদ্ধে রোহিত হাফ সেঞ্চুরি করলে একক ভাবে ফের রেকর্ড তাঁর দখলেই ফিরবে।

পাকিস্তানের ওপেনার রিজওয়ান করেছেন ৩০টি হাফ সেঞ্চুরি। রোহিতেরও দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে রোহিত ১১৮ ইনিংসে ৩০টি হাফ সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের ওপেনার নিয়েছেন মাত্র ৭১ ইনিংস। রোহিতের রেকর্ড ছোঁয়ার দিনে অবশ্য বিশ্বকাপের মঞ্চে লজ্জার নজিরও গড়েছেন তিনি। কানাডার বিরুদ্ধে হাফ সেঞ্চুরিতে পৌঁছতে রিজওয়ানের লেগেছে ৫২টি ডেলিভারি। বিশ্বকাপের মঞ্চে মন্থরতম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। এত দিন যা ডেভিড মিলারের দখলে ছিল। এ বারের বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মিলার।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version