Saturday, August 23, 2025

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে। মাত্র ১০৭ রানের টার্গেট ছিল পাকিস্তানের সামনে। ১৪ ওভারের মধ্যে এই রান তাড়া করতে পারলে নেট রান রেটে আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। যদিও পাকিস্তান সেটা করতে ব্যর্থ। ১৭.৩ ওভারে রান তাড়া করতে গিয়ে পাকিস্তান তিনটি উইকেটও হারিয়েছে। ফলে আমেরিকার সঙ্গে নেট রান রেটের দূরত্ব অনেকটাই রয়ে গিয়েছে। কানাডার বিরুদ্ধে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৫৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।

এরই পাশাপাশি, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাফ সেঞ্চুরিতে রেকর্ডও গড়লেন পাক ওপেনার রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন তিনি। যা এতদিন ছিল ভারতের ক্যাপ্টেন তথা ওপেনার রোহিত শর্মার দখলে। যদিও আজ, বুধবার ভারতের ম্যাচ রয়েছে। আমেরিকার বিরুদ্ধে রোহিত হাফ সেঞ্চুরি করলে একক ভাবে ফের রেকর্ড তাঁর দখলেই ফিরবে।

পাকিস্তানের ওপেনার রিজওয়ান করেছেন ৩০টি হাফ সেঞ্চুরি। রোহিতেরও দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে রোহিত ১১৮ ইনিংসে ৩০টি হাফ সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের ওপেনার নিয়েছেন মাত্র ৭১ ইনিংস। রোহিতের রেকর্ড ছোঁয়ার দিনে অবশ্য বিশ্বকাপের মঞ্চে লজ্জার নজিরও গড়েছেন তিনি। কানাডার বিরুদ্ধে হাফ সেঞ্চুরিতে পৌঁছতে রিজওয়ানের লেগেছে ৫২টি ডেলিভারি। বিশ্বকাপের মঞ্চে মন্থরতম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। এত দিন যা ডেভিড মিলারের দখলে ছিল। এ বারের বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মিলার।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version