Monday, November 10, 2025

মানিকতলা উপনির্বাচন: রণনীতি-প্রচারকৌশলে বৈঠক সুপ্তি-কুণাল-অতীন-পরেশের

Date:

১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নবান্নে দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বৈঠকের পরে বুধবার কোর কমিটির বৈঠক হল বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের বাড়িতে। নির্বাচনের রণনীতি তৈরি করতে মঙ্গলবারই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। সেখানে চিফ ইলেকশন কনভেনর করা হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ইলেকশন এজেন্ট হয়েছেন অনিন্দ্য রাউত (Anindya Raut)। এদিন বৈঠকে পরেশ পাল ছাড়াও ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে এখনও উপনির্বাচন হয়নি। সম্প্রতি জট কাটে। ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রের সঙ্গেও মানিকতলাও উপনির্বাচন হবে। মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে নবান্নে পর পর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)। মঙ্গলবার, নবান্নের মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতিতে কোর কমিটি গঠন করে দেন। সেই মতো এদিন আলোচনায় বসে কোর কমিটি। গতবার মানিকতলা বিধানসভায় বিপুল ভোটে জিতেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাধন পাণ্ডে। এবার লোকসভা নির্বাচনেও কলকাতা উত্তর কেন্দ্রেও বড় ব্যবধানে জেতেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই লোকসভা কেন্দ্রের অধীন মানিকতলা বিধানসভা কেন্দ্রটি। এবার উপনির্বাচনেও এই কেন্দ্রে বিপুল ভোটে জিতবে তৃণমূল- প্রত্যয়ী নেতৃত্ব। কিন্তু তা সত্ত্বেও প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না শাসকদল। নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এদিন বৈঠক করেন TMC নেতৃত্ব।

বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, দলনেত্রীর নির্দেশ মতোই প্রচার কৌশল ও রণকৌশল ঠিক করতেই এদিন আলোচনা করেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু হবে। সুপ্তি পাণ্ডে জানান, তাঁরা একজোট হয়ে লড়াই করবেন। কোথায় কী কমতি আছে- সেইগুলি পর্যালোচনা করে রণনীতি ঠিক করা হচ্ছে।





Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version