১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নবান্নে দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বৈঠকের পরে বুধবার কোর কমিটির বৈঠক হল বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের বাড়িতে। নির্বাচনের রণনীতি তৈরি করতে মঙ্গলবারই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। সেখানে চিফ ইলেকশন কনভেনর করা হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ইলেকশন এজেন্ট হয়েছেন অনিন্দ্য রাউত (Anindya Raut)। এদিন বৈঠকে পরেশ পাল ছাড়াও ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, দলনেত্রীর নির্দেশ মতোই প্রচার কৌশল ও রণকৌশল ঠিক করতেই এদিন আলোচনা করেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু হবে। সুপ্তি পাণ্ডে জানান, তাঁরা একজোট হয়ে লড়াই করবেন। কোথায় কী কমতি আছে- সেইগুলি পর্যালোচনা করে রণনীতি ঠিক করা হচ্ছে।