Thursday, August 21, 2025
লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই নতুন সেনাপ্রধান পেতে চলেছে দেশ। জেনারেল মনোজ পাণ্ডের জায়গায় নতুন সেনা প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে (Upendra Diwedi) নিয়োগ করছে কেন্দ্র। আগামী ৩০ জুন জেনারেল মনোজ পাণ্ডের কাজের মেয়াদ শেষ হচ্ছে। আর সেদিনই নতুন সেনা প্রধান দায়িত্ব নেবেন উপেন্দ্র। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনা সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে ওই পদে মাত্র চার মাস থাকার পরই দেশের চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন তিনি।
এদিকে গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সূত্রের খবর, ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন উপেন্দ্র। ৩৯ বছরের সেনা হিসাবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন। 
 
এছাড়াও হিমাচল প্রদেশে নবম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী। ২০২২ সাল থেকে তিনি নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। তবে একদিকে তিনি যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, ঠিক তেমনই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version