Saturday, August 23, 2025

বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঝুলছে ভারত-আমেরিকার ম্যাচ এবং বৃষ্টির ওপর

Date:

Share post:

সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার ক্রিকেট দল। ২০১৯ সালের আগে কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নি এই দলটি। বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। এরপর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম দুই ম্যাচ পেয়েছে জয়, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে। শুধুমাত্র তাই নয়, ভারত পাকিস্তানকে টপকে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছতে পারে তারা। তবে তার জন্য আজকের ম্যাচে জয় পেতে হবে ভারতকে। কাজটা যে সহজ নয়, তা বিলক্ষণ জানেন রোহিতরা। তবে ছন্দে থাকা আমেরিকার দলটি কোনও অঘটন ঘটিয়ে দিলে কেউ অবাক হবেন না। যদি আজ আমেরিকা ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে কেমন হবে ‘এ’ গ্রুপের সমীকরণ, দেখে নিন তার এক ঝলক।

বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আজ ভারত হেরে গেলে সুপার এইটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাদের। সেক্ষেত্রে সমস্যা বাড়বে পাকিস্তানের।কারণ, ভারত এরপর আগামী ১৫ জুন খেলবে কানাডার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই ৬ পয়েন্ট নিয়ে ভারত উঠে যাবে সুপার এইটে। এমনকি সেই ম্যাচ যদি ভারত হেরেও যায়, নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত এরপরও সুপার এইটে যেতে পারে। সে ক্ষেত্রে দুই জয় নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা। কিন্তু আজ ভারত জয় পেলে সুপার এইটে পৌঁছে যাবে তারা। তবে আমেরিকা হারলেও রান রেটের দিকে না তাকিয়ে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

যা পরিস্থিতি, চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা এরই মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের আর ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। তবে আমেরিকা-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই আজ সুপার এইট নিশ্চিত করে ফেলবে। বাদ পড়ে যাবে অন্যরা।পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে পাকিস্তানের জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। তাই পাকিস্তান চাইবে আজ যেন ভারত জয় পায়।এমনকী, যুক্তরাষ্ট্র যেন আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে বা যুক্তরাষ্ট্রের কোনও ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...