Friday, December 26, 2025

দায় কার? পর্নতারকা মালবিকার মৃত্যুতে ‘অবসাদ’ তত্ত্ব পরিবারের

Date:

Share post:

বলিউডে একের পর এক মৃত্যুর খবর। এবার নীল ছবির নায়িকার নুর মালবিকা দাসের (Noor Malabika Das) পচাগলা দেহ উদ্ধার ঘিরে একগুচ্ছ প্রশ্নের মুখে মায়ানগরী। প্রাথমিক ভাবে আত্মহত্যার তত্ত্বই সামনে এনেছে পুলিশ। মালবিকার হাতে কাজের অভাব ছিল না তাও কেন নিজেকে এভাবে শেষ করে দিলেন অভিনেত্রী? এই বিষয়ে মুখ খুললেন পর্ন জগত ছেড়ে আসা অভিনেত্রী গহনা বশিষ্ট (Gehana Vasisth)। তিনি সাফ জানান যে শুধুমাত্র কাজের অফার থাকলেই হল না, নিঃসঙ্গতা যে একজনের জীবনে কতটা অবসাদ এনে দিতে পারে সেটা একমাত্র এই অবস্থার মধ্যে দিয়ে যাঁরা গেছেন তাঁরা জানেন। গহনা এই সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে বলেন, নীল ছবির নায়িকাদের টাকা নিতে সংসারের কোনও অসুবিধা হয়না, কিন্তু স্ত্রী হিসেবে তাঁকে স্বীকৃতি দিতে গিয়ে পিছিয়ে আসেন পুরুষ। এরপরই কীভাবে সেই মেয়েটির জীবন অবসাদে ঢেকে যায় সেটা কল্পনা করা সহজ নয়।আত্মহত্যা ছাড়া তখন অন্য কোনও পথ খোলা থাকেনা। কাজটা অনুচিত হলেও, এই প্রবণতা ঊর্ধ্বমুখী। মালবিকার ক্ষেত্রেও কি এমন কিছু ঘটেছিল? উত্তর মেলেনি এখনও।

শুধু মাত্র পর্ন তারকা হিসেবেই নয় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই কাজ করছিলেন মালবিকা। সম্প্রতি কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ে তাঁর উপস্থিতি নজর কাড়ে। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি’ থেকে বেরনোর চেষ্টা করছিলেন অভিনেত্রী? কাজটা যে সহজ নয় তা অনেক আগেই জানিয়েছিলেন সানি লিওনি।

মালবিকার মৃত্যুর কারণ হিসেবে অবসাদের কথা বলছে পরিবার। অভিনেত্রী গহনা বলছেন, নীল ছবির সঙ্গে যুক্ত হওয়া মানেই সমাজ,পরিবার সেই মেয়েকে অন্য চোখে দেখতে শুরু করে। সাধারণ জীবনযাত্রা থেকে তাঁর দূরত্ব তৈরি করে দেওয়া হয়। মালবিকার সেই সমস্যা না থাকলেও প্রিয় মানুষের থেকে প্রত্যাখ্যান কি তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে? গহনা জানান, ”আপনারা জানেনই না, কত পুরুষের সংসার এই অভিনেত্রীদের অর্থে চলে! এঁদের টাকা নিতে কোনও আপত্তি নেই। যেই সম্মান দেওয়ার প্রশ্ন ওঠে তখনই বিপত্তি। প্রেমিক পিছু হটতে থাকেন। মেয়েটি আরও একা হয়ে পড়েন।” যদিও ‘অবসাদ’ শব্দ যে আসলে প্রকৃত সত্যকে চাপা দেয় সেই কথাও স্পষ্ট করেছেন নায়িকা। মালবিকার মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তাঁর তদন্তে পুলিশ।

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...