Sunday, May 4, 2025

দায় কার? পর্নতারকা মালবিকার মৃত্যুতে ‘অবসাদ’ তত্ত্ব পরিবারের

Date:

Share post:

বলিউডে একের পর এক মৃত্যুর খবর। এবার নীল ছবির নায়িকার নুর মালবিকা দাসের (Noor Malabika Das) পচাগলা দেহ উদ্ধার ঘিরে একগুচ্ছ প্রশ্নের মুখে মায়ানগরী। প্রাথমিক ভাবে আত্মহত্যার তত্ত্বই সামনে এনেছে পুলিশ। মালবিকার হাতে কাজের অভাব ছিল না তাও কেন নিজেকে এভাবে শেষ করে দিলেন অভিনেত্রী? এই বিষয়ে মুখ খুললেন পর্ন জগত ছেড়ে আসা অভিনেত্রী গহনা বশিষ্ট (Gehana Vasisth)। তিনি সাফ জানান যে শুধুমাত্র কাজের অফার থাকলেই হল না, নিঃসঙ্গতা যে একজনের জীবনে কতটা অবসাদ এনে দিতে পারে সেটা একমাত্র এই অবস্থার মধ্যে দিয়ে যাঁরা গেছেন তাঁরা জানেন। গহনা এই সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে বলেন, নীল ছবির নায়িকাদের টাকা নিতে সংসারের কোনও অসুবিধা হয়না, কিন্তু স্ত্রী হিসেবে তাঁকে স্বীকৃতি দিতে গিয়ে পিছিয়ে আসেন পুরুষ। এরপরই কীভাবে সেই মেয়েটির জীবন অবসাদে ঢেকে যায় সেটা কল্পনা করা সহজ নয়।আত্মহত্যা ছাড়া তখন অন্য কোনও পথ খোলা থাকেনা। কাজটা অনুচিত হলেও, এই প্রবণতা ঊর্ধ্বমুখী। মালবিকার ক্ষেত্রেও কি এমন কিছু ঘটেছিল? উত্তর মেলেনি এখনও।

শুধু মাত্র পর্ন তারকা হিসেবেই নয় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই কাজ করছিলেন মালবিকা। সম্প্রতি কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ে তাঁর উপস্থিতি নজর কাড়ে। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি’ থেকে বেরনোর চেষ্টা করছিলেন অভিনেত্রী? কাজটা যে সহজ নয় তা অনেক আগেই জানিয়েছিলেন সানি লিওনি।

মালবিকার মৃত্যুর কারণ হিসেবে অবসাদের কথা বলছে পরিবার। অভিনেত্রী গহনা বলছেন, নীল ছবির সঙ্গে যুক্ত হওয়া মানেই সমাজ,পরিবার সেই মেয়েকে অন্য চোখে দেখতে শুরু করে। সাধারণ জীবনযাত্রা থেকে তাঁর দূরত্ব তৈরি করে দেওয়া হয়। মালবিকার সেই সমস্যা না থাকলেও প্রিয় মানুষের থেকে প্রত্যাখ্যান কি তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে? গহনা জানান, ”আপনারা জানেনই না, কত পুরুষের সংসার এই অভিনেত্রীদের অর্থে চলে! এঁদের টাকা নিতে কোনও আপত্তি নেই। যেই সম্মান দেওয়ার প্রশ্ন ওঠে তখনই বিপত্তি। প্রেমিক পিছু হটতে থাকেন। মেয়েটি আরও একা হয়ে পড়েন।” যদিও ‘অবসাদ’ শব্দ যে আসলে প্রকৃত সত্যকে চাপা দেয় সেই কথাও স্পষ্ট করেছেন নায়িকা। মালবিকার মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তাঁর তদন্তে পুলিশ।

 

spot_img
spot_img

Related articles

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...