Tuesday, November 4, 2025

দায় কার? পর্নতারকা মালবিকার মৃত্যুতে ‘অবসাদ’ তত্ত্ব পরিবারের

Date:

বলিউডে একের পর এক মৃত্যুর খবর। এবার নীল ছবির নায়িকার নুর মালবিকা দাসের (Noor Malabika Das) পচাগলা দেহ উদ্ধার ঘিরে একগুচ্ছ প্রশ্নের মুখে মায়ানগরী। প্রাথমিক ভাবে আত্মহত্যার তত্ত্বই সামনে এনেছে পুলিশ। মালবিকার হাতে কাজের অভাব ছিল না তাও কেন নিজেকে এভাবে শেষ করে দিলেন অভিনেত্রী? এই বিষয়ে মুখ খুললেন পর্ন জগত ছেড়ে আসা অভিনেত্রী গহনা বশিষ্ট (Gehana Vasisth)। তিনি সাফ জানান যে শুধুমাত্র কাজের অফার থাকলেই হল না, নিঃসঙ্গতা যে একজনের জীবনে কতটা অবসাদ এনে দিতে পারে সেটা একমাত্র এই অবস্থার মধ্যে দিয়ে যাঁরা গেছেন তাঁরা জানেন। গহনা এই সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে বলেন, নীল ছবির নায়িকাদের টাকা নিতে সংসারের কোনও অসুবিধা হয়না, কিন্তু স্ত্রী হিসেবে তাঁকে স্বীকৃতি দিতে গিয়ে পিছিয়ে আসেন পুরুষ। এরপরই কীভাবে সেই মেয়েটির জীবন অবসাদে ঢেকে যায় সেটা কল্পনা করা সহজ নয়।আত্মহত্যা ছাড়া তখন অন্য কোনও পথ খোলা থাকেনা। কাজটা অনুচিত হলেও, এই প্রবণতা ঊর্ধ্বমুখী। মালবিকার ক্ষেত্রেও কি এমন কিছু ঘটেছিল? উত্তর মেলেনি এখনও।

শুধু মাত্র পর্ন তারকা হিসেবেই নয় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই কাজ করছিলেন মালবিকা। সম্প্রতি কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ে তাঁর উপস্থিতি নজর কাড়ে। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি’ থেকে বেরনোর চেষ্টা করছিলেন অভিনেত্রী? কাজটা যে সহজ নয় তা অনেক আগেই জানিয়েছিলেন সানি লিওনি।

মালবিকার মৃত্যুর কারণ হিসেবে অবসাদের কথা বলছে পরিবার। অভিনেত্রী গহনা বলছেন, নীল ছবির সঙ্গে যুক্ত হওয়া মানেই সমাজ,পরিবার সেই মেয়েকে অন্য চোখে দেখতে শুরু করে। সাধারণ জীবনযাত্রা থেকে তাঁর দূরত্ব তৈরি করে দেওয়া হয়। মালবিকার সেই সমস্যা না থাকলেও প্রিয় মানুষের থেকে প্রত্যাখ্যান কি তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে? গহনা জানান, ”আপনারা জানেনই না, কত পুরুষের সংসার এই অভিনেত্রীদের অর্থে চলে! এঁদের টাকা নিতে কোনও আপত্তি নেই। যেই সম্মান দেওয়ার প্রশ্ন ওঠে তখনই বিপত্তি। প্রেমিক পিছু হটতে থাকেন। মেয়েটি আরও একা হয়ে পড়েন।” যদিও ‘অবসাদ’ শব্দ যে আসলে প্রকৃত সত্যকে চাপা দেয় সেই কথাও স্পষ্ট করেছেন নায়িকা। মালবিকার মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তাঁর তদন্তে পুলিশ।

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version