Tuesday, November 4, 2025

রথযাত্রা উপলক্ষে তুঙ্গে তৎপরতা! ভক্তদের জন্য বড় ঘোষণা পুরীর মন্দির কর্তৃপক্ষের

Date:

সামনেই আসছে রথযাত্রা (Rathyatra)। এবছর জুলাইয়ের ১৪ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা। আর তার আগেই জোরকদমে শুরু প্রস্তুতি। ইতিমধ্যে নতুন রথ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ছবি সামনে এসেছে। তবে রথযাত্রার আগেই মন্দিরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর, রথযাত্রার আগেই পুন্যার্থিদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের চারটি দরজা। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে না পুণ্যার্থিদের। তাই এবার আরো সহজ হতে চলেছে দেবদর্শন।

অনেকদিন ধরেই পুরীর (Puri) এই জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এই মুহূর্তে ভক্তদের প্রবেশের জন্য কেবলমাত্র পুরীর সিংহ দ্বারটাই খোলা রয়েছে। ধীরে ধীরে আরো দুটি দরজা খোলারও ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী দু-চার দিনের মধ্যেই বাকি সবকটি দরজাও খুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।

মূলত রথযাত্রার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। গত রবিবার পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরেই সোমবার একটি দল পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে পৌঁছয় সোমবার। বর্তমানে এই মন্দিরের চারটি ফটক কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুরির মন্দিরে পৌঁছেছিলেন ওই স্পেশাল টিম। মন্দিরের সিংহদুয়ারের সামনে দিয়ে যেভাবে সমস্ত নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভক্তরা জগন্নাথধামে প্রবেশ করেন, বাকি তিনটি দরজার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে বলেই খবর।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version