রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের রূপরেখা সাজাতে শুক্রেই বৈঠক কমিশনের

west bengal state election commission

লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এখন সুষ্ঠুভাবে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Assembly by Election) সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের সময় যাতে নিরাপত্তা জড়িত কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মোতায়েন সংক্রান্ত বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন (EC)। শুক্রবারেই বিধানসভা উপনির্বাচনের রূপরেখা তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। উল্লেখ্য আগামী ১০ জুলাই অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্যের চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় উপনির্বাচন হবে। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

Previous articleপুরসভার নিকাশি লাইনে নয়, ডি-ওয়ালের ফাটলের জন্যই পার্কস্ট্রিট মেট্রো জলমগ্ন
Next articleকলকাতা লিগে একই গ্রুপে ইস্ট-মোহন