রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি বাহিনী! সবচেয়ে বেশি বাগদায়

রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপ নির্বাচনের জন্য মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুম, ইভিএম পাহারার কাজে মোতায়েন করা হবে। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের ময়দানে থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, সেখানে উপনির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে থাকবে ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়া রানাঘাটে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন।

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। দেশ জুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে আগামী ১০ জুলাই। ফল ঘোষণা হবে ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।