যোগীরাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু ২ শিশু-সহ ৫ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড যোগীরাজ্যে (Yogi State)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে গাজিয়াবাদ (Gaziabad)। সূত্রের খবর একটি তিনতলা বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ শিশু-সহ ৫ জনের। গুরুতর আহত আরও ২। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে।

গাজিয়াবাদের লোনি এলাকায় বুধবার গভীর রাতে ঘটে যায় এমন দূর্ঘটনা। সেই সময় ওই বাড়িতে সকলেই ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকা আগুন লাগে ওই বাড়িটিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

ঘটনায় দমকলের আধিকারিকরা জানিয়েছেন, বাড়িটির নিচের তলায় প্রচুর পরিমাণে ফোম শিট ও রাসায়নিক মজুত ছিল। যেখান থেকে আগুন দ্রুত উপর তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভিতরেই আটকে পড়েন বাড়ির লোকজনেরা। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে ২ জনকে আহত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু উপরের তলায় অগ্নিদগ্ধ হয়ে ৫ জন প্রাণ হারান। ইতিমধ্যে ঘটনার আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও হতাহতদের পরিচয় সামনে আনা হয়নি।