২২ জুলাই লোকসভার সম্ভাব্য বাদল অধিবেশন, পেশ হবে বাজেট

২৬ জুন স্পিকার নির্বাচন হওয়ার সম্ভাবনা। অন্যদিকে বাদল অধিবেশ ২২ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলতে পারে

সংসদের নতুন সদস্যদের প্রথম অধিবেশন শুরু নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রাষ্ট্রপতি। তবে প্রথম অধিবেশনটি বিশেষ অধিবেশন হিসাবে আটদিন চলবে। এরপর বাদল অধিবেশন শুরুর সম্ভাব্য দিন ২২ জুলাই।

বাদল অধিবেশনেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। নির্বাচন প্রক্রিয়ার আগে অন্তর্বর্তী বাজেটে যুব সম্প্রদায়, মহিলা ও মধ্যবিত্ত মানুষের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মলা সীতারমন, তা কতটা রক্ষিত হবে সেটাই দেখা যাবে বাদল অধিবেশনে। বাদল অধিবেশনের প্রথম দিনই বাজেট পেশের পথে হাঁটতে পারে কেন্দ্র।

২৪ জুন থেকে লোকসভার আটদিনের বিশেষ অধিবেশনেই শপথ গ্রহণ হবে সাংসদদের। ২৬ জুন স্পিকার নির্বাচন হওয়ার সম্ভাবনা। অন্যদিকে বাদল অধিবেশ ২২ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলতে পারে।