বিবর্তন: মাদকাসক্ত বন্দিদের সুস্থ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে বিশেষ ইউনিট চালু

একদা মাদকাসক্ত বন্দিদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করতে কারাদফতরের উদ্যোগ ‘বিবর্তন’-এর সূচনা হল শুক্রবার। এই মর্মে প্রেসিডেন্সি সংশোধনাগারে ১৫ শয্যা বিশিষ্ট একটি বিশেষ ইউনিটের সূচনা করেন মন্ত্রী অখিল গিরি। এখানেই ‘উইথ ড্রল সিন্ড্রোম’(একটি দীর্ঘায়িত অ্যালকোহল প্রত্যাহার সিন্ড্রোম) আক্রান্তবন্দিদের চিকিৎসার পাশাপাশি যোগব্যায়াম, সাংস্কৃতিক চর্চা এবং কাউন্সিলিং হবে।

সূচনার দিন থেকেই শুরু হয়েছে কাজ। উদ্বোধনের পর মন্ত্রী বলেন, মাদক না পেয়ে একদা মাদক আসক্ত বন্দিরা নানান রোগে আক্রান্ত হন। অনেক সময় তাংদের মৃত্যুর ঘটনাও ঘটে। ওই বন্দিদের সুস্থ করতেই কারাদফতরের এই উদ্যোগ। এই উদ্যোগ সকলের প্রচেষ্টায় সফল করতে করতে হবে। যোগব্যায়াম, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যদি ওই বন্দিদের বৃত্তিমূলক শিক্ষাও দেওয়া যায় তাহলে তাঁরা দ্রুত মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন। কারাদফতরের তরফ জানানো হয়েছে, রাজ্যের বাকি চার কেন্দ্রীয় সংশোধনাগারে আগামী সপ্তাহ থেকেই ‘বিবর্তন’ কর্মসূচি চালু হয়ে যাবে।

আরও পড়ুন- ২২ জুলাই লোকসভার সম্ভাব্য বাদল অধিবেশন, পেশ হবে বাজেট

 

 

Previous articleফুড এসআই নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে ধৃত সিআইডির হাতে ধৃত মাস্টারমাইন্ড সহ দুই
Next articleতিন মাসের জন্য বন্ধ থাকবে রাজ্যের সব জাতীয় উদ্যান-অভয়ারণ্য, বিজ্ঞপ্তি জারি বনদফতরের