Thursday, August 21, 2025

নিট ২০২৪-এ (NEET 2024) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়েছে এদিন তার শুনানি হয়। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সময়ই এই নিয়ে মতামত জানতে কেন্দ্র এবং সিবিআই-কেও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি নাথ এবং বিচারপতি আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে NEET আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) থেকে জবাব চেয়েছিল। এই প্রসঙ্গে গ্রেস মার্কসের বিষয়টিও উঠে আসে।এনটিএয়ের তরফে দাবি করা হয়, দেশজুড়ে ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়। পরে সেই ছাত্র ছাত্রীদের পুনর্মূল্যায়ন কথাও বলা হয়। নিট পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে সাতটি আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি হয় শুক্রবার। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার অবসরকালীন বেঞ্চ শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর একটি আবেদনের প্রেক্ষিতে মামলার ব্যক্তিগত পক্ষগুলিকেও নোটিশ জারি করেছে। এনটিএ-এর আবেদনে, মামলার বহুবিধতা এড়ানোর জন্য নিট ইউজি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলিকে শীর্ষ আদালতে স্থানান্তর করার অনুরোধ করা হয়েছে।অবকাশকালীন বেঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)এর কাছেও নোটিশ পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। আদালত বলেছে,এই মামলায় সুপ্রিম কোর্টে নথিভুক্ত সবকটি পিটিশন ৮ জুলাই শুনানির জন্য গ্রহণ করা হবে। ঐ দিনই শীর্ষ আদালত গ্রীষ্মের ছুটির পরে কাজ শুরু করবে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version