আসানসোলের পর এবার হুগলির (Hoogly) ব্যান্ডেল (Bandel)। ব্যান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর বাড়িতে একা পেয়ে বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী। পুরো বিষয়টি এমনভাবে সাজানো হয়েছিল যে স্থানীয়রাও ডাকাতির ঘটনা টের পাননি বলে দাবি করা হচ্ছে।
সূত্রের খবর, নলডাঙায় নিজের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। শুক্রবার ভোররাতে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গয়না ও আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে দুষ্কৃতীদল। বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার নাম রেনু পাল(৬৮)। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেলের ওলাইচন্ডীতলায় থাকেন এবং ছোটো মেয়ে সোনালী শিন্ডে থাকেন মুম্বইতে। বিগত দু-মাস ছোটো মেয়ের বাড়ি মুম্বইতেই ছিলেন বৃদ্ধা। সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আর শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক। তাদের মাথায় স্পট লাইট লাগানো।
এদিকে বৃদ্ধার অভিযোগ, বাথরুম থেকে ঘরে ঢুকতেই তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে হাত পা বেঁধে ফেলে ৪ দুষ্কৃতী। পরে বৃদ্ধার শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। এরপর বৃদ্ধার থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৩৬ হাজার টাকা বের করে নেওয়ার পাশাপাশি আলমারিতে তল্লাশি চালিয়ে একটা ভাল শাড়িও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই কান্ড। দুষ্কৃতীদের বয়স ২২ থকে ২৪ এর মধ্যে বলে জানিয়েছেন বৃদ্ধা। তবে ভোররাতে এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।