অভিযুক্তের ফাঁ.সির দাবিতে উ.ত্তপ্ত বারুইপুর আদালত চত্বর

তাদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।

ফের উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর আদালত চত্বর। সপ্তম শ্রেণির নাবালক ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার মাতাজিকে শুক্রবার আদালতে পেশ করার সময় গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ ও ফাঁসির দাবি ওঠে। ঘটনাটি ঘটেছিল গত ২৮ মে বারুইপুর থানা এলাকার উত্তরভাগ দমদমা এলাকায় । মৃতের নাম পবিত্র সর্দার। স্থা্নীয়রা জানিয়েছেন, ছেলেটি মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে । এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হতো । সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে মাতাজি সহ আরও চারজনকে গত ৩০ মে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
এদিন মাতাজিসহ চারজনকে ফের যখন বারুইপুর আদালতে পেশ করা হয় তখন মৃত পবিত্র সর্দারের মা সহ কয়েকশো গ্রামবাসী হাতে প্ল্যাকার্ড নিয়ে মাতাজির ফাঁসির দাবি তোলে বারুইপুর আদালত চত্বরে। অঙ্কিতা চক্রবর্তী ওরফে শম্পা ঘোষ ওরফে মাতাজি (60) সহ পিংকি সরদার(29),প্রিয়া দাস(18),স্বপ্না দাস( ৫৬ ) ও অজিত সরদার (56) এর বিরুদ্ধে ৩৪১/৩২৩/৩২৬/৩০৪/৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

 

Previous article৬৮’তেও জমিয়ে জামাইষষ্ঠী পালন অরুণ লালের
Next articleবার্ড ফ্লু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, মাছ বাজারেও হানা প্রতিনিধিদের