Thursday, August 28, 2025

বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত ন্যাজাট, অভিযোগ বিজেপির দিকে 

Date:

শুক্রবার রাতে তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শনির সকালেও। উত্তপ্ত বাঁশতলা, শংকরপুর , ন্যাজাট সহ বিস্তীর্ণ এলাকা। বসিরহাটের (Basirhat) পিফা এলাকার বিক্ষোভ বাড়ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা । গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালিকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে গুলি করে পালাতে দেখা গিয়েছে আয়ুব গাজি নামের এক ব্যক্তিকে। এর আগে গুলি চালিয়ে খুনের ঘটনায় আয়ুব পাঁচ বছর জেল খেটেছেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযুক্ত বিজেপি (BJP ) কর্মী বলে জানিয়েছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ (Basirhat Police)।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ বসিরহাট থানার পিফা এলাকার বাঁশতলার একটি দোকানে যান। আচমকাই পিছন থেকে এসে আলতাফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। সে সময়ই আয়ুব তাঁর সঙ্গে থাকা ব্যাগ এলাকারই একটি দোকানের সামনে ফেলে পালান বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই ব্যাগে বেশ কয়েকটি তাজা বোমা ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির মদত আছে বলে অভিযোগ করে বিক্ষোভ ডাকাতি শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের কথায় লোকসভা নির্বাচনে বসিরহাটে হেরে গিয়ে বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের টার্গেট করছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version