Friday, November 14, 2025

বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কংগ্রেসকে ছেড়ে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের!

Date:

শাসক দল তৃণমূলের পর আসন্ন বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বামফ্রন্ট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, রানাঘাট (দক্ষিণ) ও মানিকতলা বিধানসভায় লড়াই করবে সিপিএম। বাগদা বিধানসভায় লড়বে শরিক দল ফরওয়ার্ড ব্লক।এবং রায়গঞ্জ বিধানসভাটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। ফলে বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট ও কংগ্রেস আসন সমঝোতা করেই ভোট লড়তে নামবে।

নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী শিক্ষক তথা যুবনেতা অরিন্দম বিশ্বাস। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যেই পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। তারপর থেকে বামেরা আর বাগদায় জিততে পারেনি।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে পুরোনো দিনের জনপ্রিয় নেতা মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক।

 

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version