Friday, August 29, 2025

বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কংগ্রেসকে ছেড়ে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের!

Date:

শাসক দল তৃণমূলের পর আসন্ন বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বামফ্রন্ট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, রানাঘাট (দক্ষিণ) ও মানিকতলা বিধানসভায় লড়াই করবে সিপিএম। বাগদা বিধানসভায় লড়বে শরিক দল ফরওয়ার্ড ব্লক।এবং রায়গঞ্জ বিধানসভাটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। ফলে বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট ও কংগ্রেস আসন সমঝোতা করেই ভোট লড়তে নামবে।

নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী শিক্ষক তথা যুবনেতা অরিন্দম বিশ্বাস। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যেই পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। তারপর থেকে বামেরা আর বাগদায় জিততে পারেনি।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে পুরোনো দিনের জনপ্রিয় নেতা মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version