Sunday, November 16, 2025

বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কংগ্রেসকে ছেড়ে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের!

Date:

শাসক দল তৃণমূলের পর আসন্ন বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বামফ্রন্ট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, রানাঘাট (দক্ষিণ) ও মানিকতলা বিধানসভায় লড়াই করবে সিপিএম। বাগদা বিধানসভায় লড়বে শরিক দল ফরওয়ার্ড ব্লক।এবং রায়গঞ্জ বিধানসভাটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। ফলে বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট ও কংগ্রেস আসন সমঝোতা করেই ভোট লড়তে নামবে।

নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী শিক্ষক তথা যুবনেতা অরিন্দম বিশ্বাস। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যেই পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। তারপর থেকে বামেরা আর বাগদায় জিততে পারেনি।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে পুরোনো দিনের জনপ্রিয় নেতা মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক।

 

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version