সোমবার থেকেই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে! বৃহস্পতিতেই বর্ষা

তীব্র তাপপ্রবাহ (Heatwave) থেকে রেহাই নেই, অপেক্ষা আরও এক সপ্তাহ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী সপ্তাহের মাঝামাঝিতে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকবে। যদিও পরিস্থিতির বদল বোঝা যাবে সোমবারের পর থেকেই। তবে এই উইকেন্ডে গরমে ঘর্মাক্ত হওয়া ছাড়া আর কোনও অপশন নেই। পুরুলিয়া,দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হিটওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দুর্যোগ।

একদিকে বৃষ্টি বিধ্বস্ত দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি। চিন্তা বাড়াচ্ছে তিস্তা, জলঢাকার জলস্তর। আলিপুরদুয়ার থেকে নকশালবাড়ি সর্বত্রই জল থৈথৈ অবস্থা। অন্যদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে। জানিয়েছে আগামী ২০ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলবে। তবে আগামী চার দিনে হাঁসফাঁস করা অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না।