Thursday, November 27, 2025

বৃষ্টি বিপর্যস্ত সিকিম, তিস্তার রুদ্ররূপে আতঙ্ক কালিম্পঙে

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত নর্থ সিকিম (Heavy rain in North Sikkim)। লাচুং ও চুংথাং-এ আটকে পড়েছেন প্রায় দু হাজারের বেশি পর্যটক। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জেরে একের পর এক রাস্তা ধসে গিয়েছে। মংগন এলাকায় ধসের জেরে বহু বাড়ি ধসে যাওয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। আহতও বহু মানুষ। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রবিবারের পর থেকে অবস্থার উন্নতি হবে বলে আশাবাদী জেলা প্রশাসন। আর সিকিমের প্রাকৃতিক দুর্যোগের জের উত্তরবঙ্গে। তিস্তার জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত কালিম্পং জেলার একাংশ। তিস্তাবাজার এলাকার দেওগ্রামের রাস্তা ভাসিয়ে নিয়ে গিয়েছে নদী। নদীপারের বহুতলগুলির সিংহ ভাগই এখন জলের নীচে। ছাঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই বললেই চলে। জনপ্রিয় ভিউ পয়েন্টগুলি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আতঙ্কের প্রহর গুনছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। শুধু তা-ই নয়, বিপর্যস্ত উত্তর সিকিমও। সিকিমে এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা রয়েছে উত্তর সিকিমে।

বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টি খানিক থামায় তিস্তার জলস্তর নেমেছিল। শুক্রবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হতেই ফুলেফেঁপে উঠেছে তিস্তা। এই পরিস্থিতিতে গত দু’দিন ধরে আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা।অনির্দিষ্ট কালের জন্য বন্ধ NH১০।মেলি থেকে ২৯ মাইল সহ কয়েকটি জায়গায় বর্তমানে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প পথ জানিয়েছে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। আপাতত ছোট গাড়ি মানসং, ১৭ মাইল, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। বড় এবং ভারী গাড়ি পেডং, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়া-আসা করবে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ২৭ মাইল থেকে তিস্তা ভ্যালি হয়ে পৌঁছানো যাবে বলে জানিয়েছে প্রশাসন।

 

spot_img

Related articles

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম...

IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

দ্বিতীয় দিন অব্যাহত রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার ওসি–আইসি স্তরের বদলির পর বৃহস্পতিবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে...

বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল ৬৯তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ বছর...