Tuesday, November 4, 2025

ফের শুটআউট! বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, বরাত জোরে রক্ষা

Date:

বসিরহাট, কলকাতা, মালদহের পর এবার শুটআউট বেলঘরিয়ায় (Belgharia)। কলকাতা (Kolkata) থেকে ফেরার পথে বেলঘড়িয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বিলাসবহুল গাড়িতেই ছিলেন অজয় মণ্ডল (Ajay Mandol) নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ।প্রাথমিক তদন্তে নেমে দুজনের নাম পেয়েছে পুলিশ (Police)। তাঁরা এলাকার যুবক বলে খবর। তবে এখনও কেউ ধরা পড়েনি। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এদিন বেলা দুটো নাগাদ গাড়ি নিয়ে কলকাতার দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। গাড়িটি রথতলা মোড়ে আসতেই দুটি মোটরবাইক নিয়ে চার দুষ্কৃতী গাড়িটি ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। তবে বরাত জোরে বেঁচে যান অজয়। গুলিতে কেউ হতাহত হননি। তবে, আক্রান্ত ব্যবসায়ী, অজয় জানান, খুবই আতঙ্কে আছি। গুলি চলতেই কোনওক্রমে পালিয়ে আসি।

পুলিশ সূত্রে খবর, গুলির ক্ষত রয়েছে গাড়িতে। তবে গতি বাড়িয়ে কোনও ক্রমে বড় ক্ষতি  এড়ান চালক। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ২ দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

শুক্রবার সন্ধেয় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তারপরে শুক্রবার রাতে খাস কলকাতার (Kolkata) পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন বচসার জেরে গুলিবিদ্ধ হন একজন। এসএসকএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরে বেলঘরিয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।





Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version