ভুয়ো এক্সিট পোলের খবর প্রকাশ করে শেয়ার বাজারের (Stock Market) দুর্নীতি করেছে বিজেপি। অভিযোগ, বিরোধীদের। লোকসভা ভোটের এক্সিট পোলের (Exit Poll) রিপোর্টে বিজেপির বিরাট জয় দেখানো হয়। ভোটের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবার পরামর্শ দেন, নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারে প্রচুর লাভ হবে। সব মিলিয়ে রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে বাজার। কিন্তু ফল প্রকাশের পর BJP-র পরিস্থিতি সঙ্গীন হওয়ায় বাজার পড়তে শুরু করে। একে এক বড়সড় দুর্নীতি বলে অভিযোগ করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীদল। এবার শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সেবির দ্বারস্থ হল তৃণমূল (TMC)। আগামী মঙ্গলবার সেবির (SEBI) ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়।
এক্সিট পোলের পর রাতারাতি ফুলে-ফেঁপে উঠল শেয়ার বাজার। উলটো দিকে ভোটের ফলপ্রকাশের দিন পড়তে শুরু করে বাজার। উধাও বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা। “এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার দুর্নীতি”- বলে দাবি করেন রাহুল গান্ধী। এবার দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে এরাজ্যের শাসকদল।