Wednesday, December 17, 2025

রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে শেয়ার বাজার! দুর্নীতির অভিযোগে SEBI-কে চিঠি তৃণমূলের

Date:

ভুয়ো এক্সিট পোলের খবর প্রকাশ করে শেয়ার বাজারের (Stock Market) দুর্নীতি করেছে বিজেপি। অভিযোগ, বিরোধীদের। লোকসভা ভোটের এক্সিট পোলের (Exit Poll) রিপোর্টে বিজেপির বিরাট জয় দেখানো হয়। ভোটের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবার পরামর্শ দেন, নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারে প্রচুর লাভ হবে। সব মিলিয়ে রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে বাজার। কিন্তু ফল প্রকাশের পর BJP-র পরিস্থিতি সঙ্গীন হওয়ায় বাজার পড়তে শুরু করে। একে এক বড়সড় দুর্নীতি বলে অভিযোগ করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীদল। এবার শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সেবির দ্বারস্থ হল তৃণমূল (TMC)। আগামী মঙ্গলবার সেবির (SEBI) ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়।সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সেবির দফতরে যাওয়ার জন্য উদ্ধব ঠাকরের শিব সেনা এবং শরদ পওয়ারের এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল (TMC) সূত্রের খবর, ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবির দফতরে যেতে চায়। প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপদলনেত্রী সাগরিকা ঘোষ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। ওই প্রতিনিধি দলে থাকতে পারেন এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনা উদ্ধব ঠাকরের প্রতিনিধিরা। তবে সূত্রের খবর, মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রাম মোহন রাও (G Ram Mohon Rao) তাঁদের সময় দিতে পারেনি। ডিরেক্টরের বদলে কোনও শীর্ষ আধিকারিককেই নিজেদের দাবি জানিয়ে আসতে চায় তৃণমূল।

এক্সিট পোলের পর রাতারাতি ফুলে-ফেঁপে উঠল শেয়ার বাজার। উলটো দিকে ভোটের ফলপ্রকাশের দিন পড়তে শুরু করে বাজার। উধাও বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা। “এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার দুর্নীতি”- বলে দাবি করেন রাহুল গান্ধী। এবার দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে এরাজ্যের শাসকদল।





Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version