Thursday, August 21, 2025

ব্রাজিলে কোপার দল নিয়ে বিস্ফোরক রোনাল্ডিনহো, সোশ্যাল মিডিয়ায় দিলেন ক্ষোভ উগরে

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপই শুরু কোপা আমেরিকা কাপ। ২৫ জুন এই টুর্নামেন্টের অভিযান শুরু করতে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের সামনে কোস্টারিকা। তবে তার আগে দল নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো। কোপায় ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বেজায় চটেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়েছেন রোনাল্ডিনহো।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডিনহো লেখেন, “ এবার কোপায় ব্রাজিলের কোনও ম্যাচ দেখব না। জয় উদযাপনও করব না। অনেক হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য দলটা নিয়ে কোপায় নামতে চলেছি। এই দলটায় কোনও নেতা নেই। যতসব মধ্যমানের ফুটবলারে ভর্তি। এমন খারাপ অবস্থা আমাদের আগে কখনও হয়নি। জার্সির প্রতি ভালোবাসা না থাকলে এমনই হয়। ব্রাজিলের ফুটবল যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এটা দুঃখের মুহূর্ত। ম্যাচ দেখার জন্য কোনও অনুপ্রেরণাই খুঁজে পাচ্ছি না। সাম্প্রতিক কালের সবচেয়ে জঘন্য দল হয়েছে এটা। ফুটবল খেলোয়াড় হওয়ার অনেক আগে থেকেই আমি খেলাটাকে অনুসরণ করি। এত খারাপ পরিস্থিতি আগে কোনও দিন দেখিনি। জার্সির প্রতি ভালবাসা, হার-না-মানা জেদ এবং ফুটবলের প্রতি ভালবাসার কোনও চিহ্নই নেই এই দলটায়।”

এরপরই তিনি আরও বলেন, “ আবার বলছি, আমার দেখা সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ব্রাজিলের এই দলটা। লজ্জার ব্যাপার। আমি তাই পদ থেকে সরে যেতে চাই। কোপা আমেরিকার একটা ম্যাচও দেখব না। একটা জয়ও উপভোগ করব না।”

এদিকে রোনাল্ডিনহোর এই মন্তব্যের পালটা দিয়েছেন রাফিনহা। তিনি বলেন, “ রোনাল্ডিনহো এমন কথা বলেছে? আমি জানি না এটা বিজ্ঞাপন কি না। তবে সে দিনই শুনছিলাম ভিনিসিয়াসের কাছে টিকিটের আব্দার করছিল। ম্যাচ দেখতে আসতে চেয়েছে। তবে ওর কথায় আমি অবাক।”

আরও পড়ুন- জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ইতালির


Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version