অস্ত্রোপচারের পর স্থিতিশীল, বাড়ি ফিরলেন অভিষেক

রবিবার সকাল সকাল ইএম বাইপাসের হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে

অস্ত্রোপচার হয়েছে। এবং তারপর শারীরিক সূচকগুলির অবস্থা স্থিতিশীল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচারের পরে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানালো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল। এরপরই বিকালের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন অভিষেক।

রবিবার সকাল সকাল ইএম বাইপাসের হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরে তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন, কার্ডিয়াক আউটপুট ও স্নায়বিক নিয়ন্ত্রকগুলিও স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। অস্ত্রোপচারের পরে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

অস্ত্রোপচারের পর বিশেষ কোনও জটিলতা তৈরি না হলে এদিন বিকেলের মধ্যেই ডিসচার্জ করা হতে পারে এমনটা জানানো হয়েছিল হাসপাতালের তরফে। সেই মতো কোনও রকম শারীরিক সমস্যা না থাকায় বিকালেই তাঁকে ডিসচার্জ করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেরোনোর সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান অভিষেক।

Previous articleরোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের
Next articleদুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত শালিমার! উত্তেজনা থামাতে মোতায়েন র‍্যাফ