Wednesday, November 12, 2025

রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের

Date:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। আগাম সতর্ক করলেন গম্ভীরকে।

খেলোয়াড়দের ছুটি থাকলেও কোচকে ব্যাকরুমের কাজটা করে যেতে হয় ছুটির দিনেও। বিশেষ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের ক্ষেত্রে তো বটেই। আর এটাই রোহিত শর্মাদের সম্ভাব্য ভাবী হেডস্যর গৌতম গম্ভীরকে মনে করিয়ে দিয়ে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ভারতীয় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর একেবারেই ভাল ছিল না। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই হয়তো কুম্বলে জানিয়ে দিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর দায়িত্বটা একটু আলাদা। গম্ভীর দায়িত্ব নিলে তাঁকে সময় দিতে হবে।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই দৌড়ে এগিয়ে। এর আগে ভারতকে কোচিং করানো কুম্বলে বলেছেন, ‘‘গৌতম যদি ভারতীয় দলকে কোচিংয়ের দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। ও যথেষ্ট যোগ্য। আমরা গৌতমকে বিভিন্ন টিম সামলাতে দেখেছি। ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিল। কিন্তু জাতীয় দলকে কোচিং কিছুটা আলাদা। তাই গৌতম যদি দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। আমি বলতে চাইছি, ও যদি কোচের দায়িত্বে আসে, তাহলে শুধু এখনকার দল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভাকেও খুঁজে বের করার চেষ্টা করতে হবে।’’

কোচ দ্রাবিড়ের প্রশংসা করে কুম্বলে বলেছেন, ‘‘রাহুল দুর্দান্ত কাজ করেছেন। আশা করি, ওর এবং ভারতের জন্য এবারের টি-২০ বিশ্বকাপ স্মরণীয় হতে চলেছে।’’

আরও পড়ুন- আজ ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের, প্রতিপক্ষ সার্বিয়া

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version