Saturday, August 23, 2025

রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের

Date:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। আগাম সতর্ক করলেন গম্ভীরকে।

খেলোয়াড়দের ছুটি থাকলেও কোচকে ব্যাকরুমের কাজটা করে যেতে হয় ছুটির দিনেও। বিশেষ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের ক্ষেত্রে তো বটেই। আর এটাই রোহিত শর্মাদের সম্ভাব্য ভাবী হেডস্যর গৌতম গম্ভীরকে মনে করিয়ে দিয়ে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ভারতীয় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর একেবারেই ভাল ছিল না। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই হয়তো কুম্বলে জানিয়ে দিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর দায়িত্বটা একটু আলাদা। গম্ভীর দায়িত্ব নিলে তাঁকে সময় দিতে হবে।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই দৌড়ে এগিয়ে। এর আগে ভারতকে কোচিং করানো কুম্বলে বলেছেন, ‘‘গৌতম যদি ভারতীয় দলকে কোচিংয়ের দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। ও যথেষ্ট যোগ্য। আমরা গৌতমকে বিভিন্ন টিম সামলাতে দেখেছি। ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিল। কিন্তু জাতীয় দলকে কোচিং কিছুটা আলাদা। তাই গৌতম যদি দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। আমি বলতে চাইছি, ও যদি কোচের দায়িত্বে আসে, তাহলে শুধু এখনকার দল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভাকেও খুঁজে বের করার চেষ্টা করতে হবে।’’

কোচ দ্রাবিড়ের প্রশংসা করে কুম্বলে বলেছেন, ‘‘রাহুল দুর্দান্ত কাজ করেছেন। আশা করি, ওর এবং ভারতের জন্য এবারের টি-২০ বিশ্বকাপ স্মরণীয় হতে চলেছে।’’

আরও পড়ুন- আজ ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের, প্রতিপক্ষ সার্বিয়া

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version