Sunday, November 9, 2025

EVM খোলার মোবাইলেই জালিয়াতি, মহারাষ্ট্রে ভোটের ফল নিয়ন্ত্রণ শিবসেনার পর্দাফাঁস!

Date:

মাত্র ৪৮ ভোটে জিতেছিলেন শিবসেনার প্রার্থী রবীন্দ্র ওয়াইকার (Ravindra Waikar)। মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে পরাজিত হন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রার্থী আমল কীর্তিকার (Amol Kirtikar)। সেই ফলাফলের উপর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ইভিএম (EVM) মেশিন খেলার জন্য মোবাইল ওটিপি (OTP) দেওয়া হয়েছিল একটি মোবাইল থেকে। আর সেই মোবাইল ফোনটি ছিল কমিশনের এক কর্মীর কাছে, যিনি একটি তথ্যপ্রযুক্তির বেসরকারি অফিসে ছিলেন। পুলিশ মোবাইলটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। কীভাবে এমন একটি মোবাইল থেকে ওটিপি জেনারেট (generate) করা গেল তা জানতে ডেকে পাঠানো হয়েছে শিবসেনা সাংসদের আত্মীয় মঙ্গেশ পান্ডিলকরকে।

লোকসভা নির্বাচনের শুরু থেকে অবাধ ও নির্বিঘ্নে নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের (ECI) কাছে বারবার দরবার করেছে বিরোধী I.N.D.I.A. জোটের সদস্যরা। শেষ পর্যন্ত মহারাষ্ট্রের নির্বাচনে ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। নির্বাচনের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্রে ছিলেন দুই প্রার্থীই। নির্বাচন কমিশনের পোর্টাল অপারেটর (ENCORE poll portal) দীনেশ গৌরবের ছিলেন মুম্বাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি দফতরে। সেখানেই তাঁর সঙ্গে ছিল সেই মোবাইল যেখানে ওটিপি জেনারেট হচ্ছিল। মূলত সরকারি কর্মীদের ভোট দেওয়ার পোস্টাল ব্যালট সিস্টেমের (ETPBS) গণনার কাজে ব্যবহার করা হয়েছিল ওই মোবাইল ওটিপি, অনুমান তদন্তকারীদের।

পুলিশি তদন্তে উঠে এসেছে, প্রথমদিক থেকে ভোটের ফলে এগিয়ে ছিলেন উদ্ধবপন্থী প্রার্থী আমল কীর্তিকার। ইলেক্ট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল সিস্টেম (ETPBS) গণনা শুরু হওয়ার পর থেকে এগিয়ে যেতে থাকেন শিবসেনা প্রার্থী রবীন্দ্র ওয়াইকার। শেয পর্যন্ত তিনি মাত্র ৪৮টি ভোটে জয়লাভ করেন। ইটিবিপিএস গণনার ওটিপি গৌরব ওই তথ্য প্রযুক্তি অফিস থেকেই জেনারেট করেছিলেন বলেই তদন্তকারীদের অনুমান। মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে তদন্তে চালাচ্ছে সেটি অন্য কোনও কাজে ব্যবহার হয়েছিল কিনা। অন্যদিকে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার সিসিটিভি ফুটেজও তদন্তে চেয়ে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টে (Supreme Court) নির্বাচন কমিশনের ইভিএম সংক্রান্ত মামলায় কমিশন সর্বোচ্চ আদালতকে নিশ্চিন্ত করেছিল কোনও ধরনের কারচুপি এড়ানো যায়, এমন প্রযুক্তি রয়েছে এই পদ্ধতিতে। অথচ নির্বাচন শেষ হতেই তার কংকালসার চেহারা বেরিয়ে পড়ল। রাহুল গান্ধী (Rahul Gandhi) এই তদন্তের প্রেক্ষিতে দাবি করেন, “যখন প্রতিষ্ঠান গ্রহণযোগ্যতা হারায় তখন গণতন্ত্রই মিথ্যা হয়ে যায় ও জালিয়াতির দিকে চলে যায়।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version