Wednesday, December 24, 2025

হুগলিতে লক্ষাধিক টাকার দামি আম ফলিয়ে তাক লাগিয়ে দিলেন পার্থ

Date:

Share post:

হুগলি জেলার পাণ্ডুয়ায় এবার ফলছে লক্ষাধিক টাকার দামি আম।আর সেই আম নিয়ে উৎসাহের শেষ নেই মানুষের। জাপানের মিয়াজাকি শহরের এই আম নিয়ে আমাদের দেশে চর্চার অন্ত নেই। লালচে বেগুনি রঙের এই আমের বাজারমূল্য কেজি প্রতি প্রায় লক্ষাধিক টাকা। মহা মূল্যবান সেই আম এবার বাড়ির বাগানে ফলিয়ে দেখালেন হুগলির এক বাসিন্দা। তবে, শুধু মিয়াজাকি নয়, সেই বাগানে মিলবে নানা জাতের বিদেশি আম। হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা পার্থ দে’র বরাবরই শখ নতুন কিছু করার। বাড়ির বাগানেই নানা ধরণের ফল চাষ করে অবসর সময় কাটান তিনি। হরেক রকমের ফলের গাছ রয়েছে তার সেই শখের বাগানে। তবে, বেশিরভাগ ফলই বিদেশি জাতের। মিয়াজাকি আম থেকে ভিয়েতনামের লাল কাঁঠাল কী নেই সেই বাগানে?

পেশায় একজন কেবল অপারেটর পার্থ। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ বিদেশের ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম।
পার্থ জানিয়েছে, ‘চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি।’ তবে, ফলের গাছই কেন? পার্থর উত্তর, ফল খাওয়াও হল, আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে। পার্থ জানান, লক্ষাধিক টাকার ফলের গাছের চারা কিনে বসিয়েছেন। সার, খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তাঁর বাগানেও আম ফলেছে, তবে কম।

তিনি জানান, বাগানে থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। মিয়াজাকি ছাড়াও আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে কিনে এনেছিলেন। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মতো ফল গাছও রয়েছে তাঁর বাগানে। বাড়ির পাশের জায়গাটি জঙ্গল হয়ে পড়েই ছিল। সেখানেই সাজিয়ে গুছিয়ে এই বাগান তৈরির পরিকল্পনা করেন বছর পাঁচেক আগে। যেমন ভাবনা, তেমন কাজ। শীতকালে নানা ধরণের সবজির পাশাপাশি নামীদামি ফলের গাছ লাগানোর চেষ্টা শুরু করেন। ধীরে ধীরে তাঁর বাগানে বাড়ে বিভিন্ন ধরনের ফলের গাছের সংখ্যা। আগামী দিন এই বাগানকে টিকিয়ে রাখা, গাছের পরিচর্যা করে যাওয়াটা তাঁর লক্ষ্য রয়েছে বলে জানান পার্থ।

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...