Sunday, November 9, 2025

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে জিরো এফআইআর (Zero FIR) দায়ের করে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। দিল্লিতে যৌন হেনস্থার শিকার নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে এবার গোটা দেশের যে কোনও থানায় তদন্ত করা সম্ভব হবে রাজ্যপালের যৌন হেনস্থার অভিযোগের। তবে এবার শুধু রাজ্যপাল নন, যৌন হেনস্থায় নাম জড়িয়েছে তাঁর ভাইপোরও। হেয়ার স্ট্রিট থানায় (Hare Street police station) এই এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ।

২০২৩ সালের অক্টোবর মাসে ওড়িশার এক নৃত্যশিল্পী বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে হোটেলের ঘরে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিনীর দাবি, দিল্লিতে ওই হোটেল তাঁর জন্য আনন্দ বোসের ভাইপো বুক করেছিলেন। এরপর সেখানেই যৌন হেনস্থার শিকার হন তিনি। এই অভিযোগে জিরো এফআইআর দায়ের করার ফলে যে কোনও থানাতেই অভিযোগ দায়ের হোক না কেন, দেশের যে কোনও থানা এই ঘটনার তদন্ত করতে পারবে। অর্থাৎ তদন্তে কোনও নির্দিষ্ট থানা থাকবে না, একাধারে কোনও থানাই তদন্ত অস্বীকার করতে পারবে না।

কলকাতার হেয়ার স্ট্রিট থানায় যে এফআইআরটি দায়ের করা হয় তাতে নাম রয়েছে রাজ্যপালের ভাইপোরও। যেহেতু ঘটনাটি ঘটেছিল দিল্লির একটি হোটেলে সেই কারণে দিল্লি পুলিশের হাতে এফআইআরটি তুলে দেয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ১২০-বি ধারায় মামলা দায়ের হয়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version